মোদিকে সরিয়ে মোতেরা স্টেডিয়াম নীরজের নামে করা হোক, দাবি তৃণমূলের

আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামের নাম বদলে করা হোক নীরজ চোপড়া স্টেডিয়াম। এমনটাই দাবি তৃণমূলের। প্রসঙ্গত, গত শুক্রবার কেন্দ্রের বিজেপি সরকার সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকে দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান ‘’খেলরত্ন’’ পুরস্কার থেকে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নাম সরিয়ে, সেখানে হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের নামে করার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে এ কথা ঘোষণা করেছেন। যদিও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেনি এরাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে প্রধানমন্ত্রীর নিজের নামের স্টেডিয়ামটির নামও বদলে নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে “সোনার ছেলে” নীরজ চোপড়ার স্টেডিয়াম করার দাবি জানিয়েছে তৃণমূল।

প্রসঙ্গত, অলিম্পিকের ইতিহাসে এই প্রথম অ্যাথলেটিক্সে সোনা পেল ভারত। গত ৭৫ বছরে এই উচ্চতায় আর কোনও অ্যাথলিট পৌছতে পারেননি। টোকিও অলিম্পিকে চ্যাপলিনের সোনা জিতেছেন নীরদ চোপড়া। তৈরি করেছেন ইতিহাস। বিশ্বের দরবারে ভারতকে শ্রেষ্ঠ আসনে বসিয়ে দেশের নাম উজ্জ্বল করেছেন। তাহলে নীরজের নামে মোতেরা স্টেডিয়ামের নাম রাখলে তাঁকে যোগ্য সম্মান দেওয়া হবে। আর এখন তো নাম পালটানোর যুগ, সুতরাং এটা মানানসইও হবে। মন্তব্য তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের।

আরও পড়ুন- বাবার জন্মদিনের সুখের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন শ্রেয়া

 

 

Previous articleবাবার জন্মদিনের সুখের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন শ্রেয়া
Next articleলাইফ জ্যাকেট পরেই ত্রাণ বিলি জেলাশাসক থেকে মহকুমা শাসক, বিডিও-র