Friday, January 16, 2026

তপ্ত ত্রিপুরা: আদালতে নিয়ে যাওয়া হল দেবাংশুদের, থানাতেই অবস্থান অভিষেকের

Date:

Share post:

দেবাংশু, সুদীপ সহ ১৪ জন তৃণমূল নেতা কর্মীকে গ্রেফতারের ঘটনায় সকাল থেকেই উত্তপ্ত ত্রিপুরা(Tripura)। রবিবার সকালে খোয়াই থানায় গিয়ে গ্রেফতার তৃণমূল(TMC) নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি পুলিশের সঙ্গে বচসা জড়িয়ে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee), ব্রাত্য বসু(Bratya Basu), দোলা সেন(Dola Sen), কুণাল ঘোষরা(Kunal Ghosh)। এরপরই কড়া নিরাপত্তায় গ্রেফতার তৃণমূল নেতাকর্মীদের আদালতে নিয়ে গেল পুলিশ। অন্যদিকে যতক্ষণ না ন্যায় বিচার মিলছে ততক্ষণ থানাতেই অবস্থানের সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শনিবার তৃণমূল নেতাকর্মীদের ওপর বিজেপির হামলার পর নিরাপত্তা দেওয়ার নাম করে থানায় এনে রবিবার গ্রেফতার করা হয়েছে দেবাংশু, সুদীপ সহ ১৪ জন তৃণমূল নেতা কর্মীকে। এই ঘটনায় যুব তৃণমূল নেতৃত্বের পাশে দাঁড়াতে সকালেই ত্রিপুরা উপস্থিত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, দোলা সেন, কুণাল ঘোষরা। এদিন খোয়াই থানায় পুলিশের সঙ্গে রীতিমতো বচসায় জড়ান তৃণমূলের প্রতিনিধিরা। কেন গ্রেফতার করা হয়েছে জানতে চেয়ে পুলিশের কাছে অভিযোগপত্র দেখতে চান অভিষেক। যদিও অভিষেককে অভিযোগ পত্র দেখাতে পারেনি পুলিশ। যার ফলে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দীর্ঘক্ষন থানার অন্দরে বাক-বিতণ্ডার পর গ্রেফতার তৃণমূল নেতাকর্মীদের পুলিশি প্রহরায় আদালতের উদ্দেশ্যে রওনা দেয় ত্রিপুরা পুলিশ। তবে অভিযুক্তদের আদালতে নিয়ে যাওয়া হলেও যতক্ষণ না ন্যায় বিচার মিলছে ততক্ষণ থানাতেই অবস্থানের সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:ত্রিপুরা: অভিযোগপত্র দেখাতে না পারায় পুলিশের সঙ্গে তুমুল বচসা অভিষেকের

অন্যদিকে ত্রিপুরা ইস্যুতে কোমর বেঁধে জাতীয় স্তরে লড়াইতে নামছে তৃণমূল। তৃণমূল সূত্রে জানা গিয়েছে আগামীকাল সোমবার সংসদে ত্রিপুরাকাণ্ডের ঘটনায় প্রতিবাদ দেখানো হবে। সোমবার সকাল ১০.৩০-এ সংসদে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসতে চলেছেন তৃণমূলের সাংসদরা। সব মিলিয়ে ত্রিপুরা ইস্যুতে সরগরম রাজনীতি।

 

spot_img

Related articles

সাতদিনেই কাজ: অভিষেকের প্রতিশ্রুতি মতো শালতোড়ায় পাথর খাদান খোলার প্রক্রিয়া শুরু

প্রতিশ্রুতি দিয়েছিলেন ১৮টি পাথর খাদান খোলার জন্য মুখ্যমন্ত্রী থেকে দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। দ্রুত সেগুলি খুলে ২৫...

প্রধানমন্ত্রী আসছেন: তার আগেই বিজেপির বাংলা বিরোধিতার প্রতিবাদে সরব হবে সিঙ্গুর

যে মাটিতে দাঁড়িয়ে নির্বাচনের আগে ভুরি ভুরি প্রতিশ্রুতি দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেই মাটিকে বিজেপির অত্যাচারি শাসকদল...

হিরণকে নিইনি, ২ বিজেপি বিধায়ক আসতে চায়: জনতার দাবিকে প্রাধান্য দিয়ে কী জানালেন অভিষেক

“হিরণ আমার অফিসে এসেছিল। তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিল। নিইনি। মেদিনীপুরের দুই বিজেপি (BJP) বিধায়ক তৃণমূলে আসতে চায়!...

উত্তর থেকেই দক্ষিণের পরিবহনে নয়া পদক্ষেপ, সিএনজি সরকারি বাসের উদ্ধোধন মমতার

শুক্রবার থেকে উত্তরবঙ্গ সফর শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banarjee)। শিলিগুড়ির মহাকাল মন্দিরের শিল্যানাস করেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠান মঞ্চ...