Thursday, December 18, 2025

তপ্ত ত্রিপুরা: আদালতে নিয়ে যাওয়া হল দেবাংশুদের, থানাতেই অবস্থান অভিষেকের

Date:

Share post:

দেবাংশু, সুদীপ সহ ১৪ জন তৃণমূল নেতা কর্মীকে গ্রেফতারের ঘটনায় সকাল থেকেই উত্তপ্ত ত্রিপুরা(Tripura)। রবিবার সকালে খোয়াই থানায় গিয়ে গ্রেফতার তৃণমূল(TMC) নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি পুলিশের সঙ্গে বচসা জড়িয়ে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee), ব্রাত্য বসু(Bratya Basu), দোলা সেন(Dola Sen), কুণাল ঘোষরা(Kunal Ghosh)। এরপরই কড়া নিরাপত্তায় গ্রেফতার তৃণমূল নেতাকর্মীদের আদালতে নিয়ে গেল পুলিশ। অন্যদিকে যতক্ষণ না ন্যায় বিচার মিলছে ততক্ষণ থানাতেই অবস্থানের সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শনিবার তৃণমূল নেতাকর্মীদের ওপর বিজেপির হামলার পর নিরাপত্তা দেওয়ার নাম করে থানায় এনে রবিবার গ্রেফতার করা হয়েছে দেবাংশু, সুদীপ সহ ১৪ জন তৃণমূল নেতা কর্মীকে। এই ঘটনায় যুব তৃণমূল নেতৃত্বের পাশে দাঁড়াতে সকালেই ত্রিপুরা উপস্থিত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, দোলা সেন, কুণাল ঘোষরা। এদিন খোয়াই থানায় পুলিশের সঙ্গে রীতিমতো বচসায় জড়ান তৃণমূলের প্রতিনিধিরা। কেন গ্রেফতার করা হয়েছে জানতে চেয়ে পুলিশের কাছে অভিযোগপত্র দেখতে চান অভিষেক। যদিও অভিষেককে অভিযোগ পত্র দেখাতে পারেনি পুলিশ। যার ফলে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দীর্ঘক্ষন থানার অন্দরে বাক-বিতণ্ডার পর গ্রেফতার তৃণমূল নেতাকর্মীদের পুলিশি প্রহরায় আদালতের উদ্দেশ্যে রওনা দেয় ত্রিপুরা পুলিশ। তবে অভিযুক্তদের আদালতে নিয়ে যাওয়া হলেও যতক্ষণ না ন্যায় বিচার মিলছে ততক্ষণ থানাতেই অবস্থানের সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:ত্রিপুরা: অভিযোগপত্র দেখাতে না পারায় পুলিশের সঙ্গে তুমুল বচসা অভিষেকের

অন্যদিকে ত্রিপুরা ইস্যুতে কোমর বেঁধে জাতীয় স্তরে লড়াইতে নামছে তৃণমূল। তৃণমূল সূত্রে জানা গিয়েছে আগামীকাল সোমবার সংসদে ত্রিপুরাকাণ্ডের ঘটনায় প্রতিবাদ দেখানো হবে। সোমবার সকাল ১০.৩০-এ সংসদে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসতে চলেছেন তৃণমূলের সাংসদরা। সব মিলিয়ে ত্রিপুরা ইস্যুতে সরগরম রাজনীতি।

 

spot_img

Related articles

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ...

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...