Monday, August 25, 2025

দিনভর উত্তপ্ত উপত্যকা, রাতে রাজৌরি থেকে উদ্ধার জওয়ানের মৃতদেহ

Date:

রবিবার দিনভর জম্মু-কাশ্মীর জুড়ে চলে তল্লাশি অভিযান।এই অভিযানেই উদ্ধার হল এক জওয়ানের মৃতদেহ। রাজৌরিতে ২৪ বছর বয়সী ওই সেনার অস্বাভাবিক মৃত্যুতে উদ্বিগ্ন সেনাবাহিনীর আধিকারিক। গতকাল সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, এদিন রাত ৮টা নাগাদ সেনা ছাউনি থেকে ওই জওয়ানের দেহ উদ্ধার হয়। কিন্তু কীভাবে তাঁর মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে।
স্বাধীনতা দিবসের আগে রবিবার সকাল থেকেই উত্তপ্ত জম্মু-কাশ্মীর। এদিন এখানকার একাধিক জায়গায় এনকাউন্টার চালায় এনআইএ। কোথা থেকে জঙ্গিরা এত টাকা পাচ্ছে, এর পেছনে কোনও সন্ত্রাস মদত রয়েছে কিনা এই অভিযোগে গোটা উপত্যকাজুড়ে চলে তল্লাশি অভিযান। ১৪টি জেলার ৫৬টি জায়গায় তল্লাশি চলে। জামাত-ই-ইসলামির এক সদস্যর বাড়িতেও যায় তদন্তকারীরা। শ্রীনগর, সোপিয়ান, অনন্তনাগে চলে তল্লাশি। পাশাপাশি কুপওয়াড়া, পুলওয়ামা, রাজৌরিতেও দিনভর চলে তল্লাশি।
শনিবারই এনকাউন্টারে এক জঙ্গির মৃত্যু হয়। বদগামে নিরাপত্তাবাহিনীর গুলিতে ওই জঙ্গি মারা যায়। গোপন সূত্রে খবর পেয়ে বদগাম জেলার মোচুয়া এলাকায় এনকাউন্টার শুরু করে নিরাপত্তাবাহিনী। সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় বাহিনীও। শুরু হয় উভয় পক্ষের মধ্যে গুলির সংঘর্ষ। তাতেই এক জঙ্গির মৃত্যু হয়।


Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version