Tuesday, November 11, 2025

বিশ্ব উষ্ণায়নের বিপদ সংকেত: এক দশক আগেই পৃথিবীর তাপমাত্রা বাড়বে ১.৫ ডিগ্রি

Date:

বাড়তে থাকা বিশ্ব উষ্ণায়নের বিপদ মানবজাতির আশঙ্কার থেকেও বহুগুণ ভয়াবহ হতে চলেছে। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের জলবায়ু পরিবর্তন প্যানেল যে রিপোর্ট প্রকাশ করেছে তা গোটা পৃথিবীর জন্য রীতিমতো রেড অ্যালার্ট। রিপোর্টে দাবি করা হয়েছে, পৃথিবীর শহর গুলি বিশ্ব উষ্ণায়নের হটস্পট তৈরি হয়েছে। যার ফলে সমুদ্রের জলস্তর ১৯০১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ০.২০ মিটার বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে এক দশক আগেই পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাবে ১.৫ ডিগ্রি।

বিশ্বের ১৯৫ টি দেশের বিজ্ঞানীদের সহযোগিতায় এদিন ‘ক্লাইমেট চেঞ্জ ২০২১: দ্য ফিজিক্যাল সায়েন্স বেসিস’ রিপোর্ট প্রকাশ করা হয়। যেখানে বিশেষভাবে ভারতের নামও উল্লেখ রয়েছে। রিপোর্টে জানানো হয়েছে ভারতীয় উপমহাদেশে তাপমাত্রা যতটা বেড়েছে তা ১৮৫০-১৯০০ সময়ের চেয়ে অনেক বেশি। ভারতে একদিকে যেমন ‘হিট এক্সট্রিম’ বাড়ছে অন্যদিকে কমে যাচ্ছে ‘কোল্ড এক্সট্রিম’। যার অর্থ গরমকালে সর্বাধিক তাপ মাত্রা দিন দিন বাড়লেও শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা ততটা কমছে না। আগামী কয়েক দশক ধরে এমনটাই চলতে থাকবে। শুধু তাই নয়, রাষ্ট্রপুঞ্জের প্রধান অ্যান্টোনিও গুতারেস রিপোর্ট প্রকাশ্যে এনে জানান, বিপদ গোটা পৃথিবীর জন্যই।

আরও পড়ুন:পেগাসাস: NSO-র সঙ্গে কোনও লেনদেন হয়নি, বিবৃতি প্রতিরক্ষা মন্ত্রকের

তিনি বলেন, বিশ্ব উষ্ণায়ন যে চরম আকার ধারণ করেছে তাতে এক দশক আগেই পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস। ২০৩০ সালের মধ্যে গড় তাপমাত্রা নিশ্চিতভাবে ১.৫ ডিগ্রি বাড়বে। বিপদ এই কারণেই ভয়াবহ যে গতিতে গরম বাড়ছে তার থেকেও অনেক ধীর গতিতে শীতল হচ্ছে। ফলে তাপমাত্রা বাড়লেও শৈত্যপ্রবাহ দেখা যাচ্ছে না।

 

Related articles

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...
Exit mobile version