Monday, August 25, 2025

আপনারা অনেক আশীর্বাদ দিয়েছেন, দয়া করে ভুল বুঝবেন না: ঝাড়গ্রামে বললেন মমতা

Date:

তৃতীয়বার ক্ষমতায় আসার পর আজ প্রথমবার ঝাড়গ্রাম সফরে গিয়ে আদিবাসী উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সোমবার, হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে কপ্টারে রওনা দেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রামে (Jhargram) পৌঁছে বিশ্ব আদিবাসী উৎসবে যোগ দেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “ঝাড়গ্রাম সব আসনে তৃণমূলকে জিতিয়ে, আমাদের তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে সাহায্য করেছে”। কিন্তু সেখানেও মুখ্যমন্ত্রী বললেন, “আমরা ধর্মে-ধর্মে, মানুষে-মানুষে ভাগ করি না। সবাই একসঙ্গে কাজ করি। আপনাদের কিছু অসুবিধা হলে আমাকে বলবেন, আমি দেখে নেব। কিন্তু আমাকে দয়া করে ভুল বুঝবেন না।”

সেখানে ৯৫ শতাংশ মানুষ বিভিন্ন পরিষেবা পেয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। “মাওবাদী হানায় মৃতদের পরিবারকে চাকরি দিয়েছি।” ঝাড়গ্রামে তিনি বলেন, “ঝাড়গ্রামে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করেছি। ঝাড়গ্রামে স্পোর্টস কমপ্লেক্স তৈরি হয়েছে। ৩ কোটি মানুষ দুয়ারে সরকারের দ্বারস্থ হয়েছেন, বেশিরভাগই পরিষেবা পেয়েছেন। ঝাড়গ্রামে চারটি নতুন কলেজ তৈরি হচ্ছে। সাধুরাম চাঁদ বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে”।

আরও পড়ুন:ফের সন্ত্রাস ত্রিপুরায়, এবার তৃণমূলে যোগ দিতে আসা নেতা-কর্মীরা আক্রান্ত বিজেপির হাতে

এই সরকারের আমলেই আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না, এই আইন করা হয়। মমতা দাবি তোলেন, সারা দেশেও এই আইন চালু করা হোক।
অলচিকি হরফে পড়ানোর জন্য ৫০০ টি স্কুল তৈরি হচ্ছে। দুয়ারে সরকার বছরে দু’বার হবে। দু-এক মাসেই দুয়ারে রেশন প্রকল্প চালু হয়ে যাবে। লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধে মিলবে পয়লা সেপ্টেম্বর থেকে।

ঝাড়গ্রামে যাওয়ার সময় আকাশপথে হাওড়ার উদয়নারায়ণপুরের প্লাবিত এলাকা পরিদর্শন করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, “আবহাওয়া ঠিক থাকলে আগামিকাল আমি ঘাটাল যাব, পরিদর্শনের পরে কলকাতা ফিরব”

 

Related articles

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...
Exit mobile version