ফের সন্ত্রাস ত্রিপুরায়, এবার তৃণমূলে যোগ দিতে আসা নেতা-কর্মীরা আক্রান্ত বিজেপির হাতে

ত্রিপুরায় রাজনৈতিক অশান্তির বাতাবরণ যেন কিছুতেই কাটছে না। ফের শাসক বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ তুললো তৃণমূল। এবারও ঘটনাস্থল সেই

খোয়াই। অভিযোগ, তৃণমূলে যোগ দিতে আসছিলেন বেশকিছু বাম কর্মী-সমর্থক। আর তখনই রাস্তার উপর অতর্কিতে তাঁদের উপর হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তাঁদেরকে বেধড়ক মারধর করা হয়। ভেঙে দেওয়া হয় বাড়ির কাঁচ।

আরও পড়ুন:রাজ্যের স্কুলগুলির অবস্থা জানতে রিপোর্ট চাইল হাইকোর্ট

এই ঘটানোর কড়া সমালোচনা করে তৃণমূল নেতৃত্বের দাবি, ত্রিপুরায় বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। তেইশের বিধানসভা নির্বাচনের নিশ্চিত আর বুঝতে পেরে এখন থেকে সন্ত্রাসের পথ বেছে গেরুয়া শিবির। তারা বুঝতে পেরেছে এবার ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল। তাই বেছে বেছে তৃণমূল কর্মী সমর্থকদের উপর হামলা করা হচ্ছে। এমনকি যারা বাম কংগ্রেস ও অন্যান্য বিরোধী দল থেকে তৃণমূলে যোগ দিতে চাইছেন তাদেরকেও টার্গেট করা হচ্ছে। কিন্তু এভাবে সরকার টিকিয়ে রাখতে পারবেন না বিপ্লব দেব।

 

Previous articleজালনোট পাচারকারী গড়তে স্কুল খুলে ক্লাস চলছে যোগীরাজ্যে!
Next articleআপনারা অনেক আশীর্বাদ দিয়েছেন, দয়া করে ভুল বুঝবেন না: ঝাড়গ্রামে বললেন মমতা