উত্তরবঙ্গজুড়ে সাড়ম্বরে পালিত হল আদিবাসী উৎসব

গোটা রাজ্যের সাথে জলপাইগুড়ি জেলার ডুয়ার্সে বিভিন্ন জায়গায় পালিত হল আদিবাসী দিবস। আদিবাসী দিবসে বিরসা মুন্ডার মূর্তির আবরণ উন্মোচন হলো ওদলাবাড়িতে। সোমবার শিলিগুড়ি -জলপাইগুড়ি ডেভলপমেন্ট অথরিটির উদ্যোগে ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে ওদলাবাড়ি চৌরাস্তার মোড়ে মূর্তির উন্মোচন করেন রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বুলুচিক বরাইক। এদিন অনুষ্ঠানে মন্ত্রী বুলুচিক বরাইক তাঁর বক্তব্যে বিরসা মুন্ডার জীবন কাহিনী তুলে ধরেন। এসজেডিএ চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মন জানান, স্বাধীনতা সংগ্রামে বীর বিরসা মুন্ডার আত্মবলিদান শুধুমাত্র আদিবাসী সমাজই নয়, সমগ্র দেশবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে চিরাচরিত আদিবাসী প্রথায় মন্ত্রী বুলুচিক বরাইক সহ অতিথিদের বরণ করে নেওয়া হয়। বিশেষ পুজো পাঠের পর মূর্তির আবরণ উন্মোচন করা হয়। জানা গিয়েছে, বিরসা মুন্ডার আরও দুটি পূর্ণাবয়ব মূর্তিও এদিন রাঙামাটি চা বাগান এবং গুরজংঝোড়া চা বাগানে উন্মোচন করা হয়েছে, এসজেডিএ-র উদ্যোগে। প্রত্যেকটি মূর্তিতে প্রায় ৫ লক্ষ টাকা খরচ করা হয়েছে জানা গেছে। মূর্তিগুলি জলপাইগুড়ির শিল্পী বিশ্বজিৎ ঘোষের তৈরি বলে জানা যায়।