Monday, August 25, 2025

হুইপ জারির পরেও কেন রাজ্যসভায় অনুপস্থিত সাংসদরা , ক্ষুব্ধ প্রধানমন্ত্রী

Date:

হুইপ (whippe) জারি করে বলা হয়েছিল ১০ ও ১১ তারিখ রাজ্যসভায় (rajyasabha) প্রত্যেক বিজেপি সাংসদকে (BJP mp) উপস্থিত থাকতে হবে । চলতি সপ্তাহেই শেষ হয়ে যাচ্ছে সংসদের বাদল অধিবেশন । তার আগে এই দুদিন প্রত্যেক সাংসদের উপস্থিতি ছিল বাধ্যতামূলক । কিন্তু সোমবারও রাজ্যসভায় (Rajya Sabha) বেশ কয়েকজন বিজেপি সাংসদ অনুপস্থিত রইলেন । আর এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী (prime minister Narendra modi) অনুপস্থিত বিজেপি সাংসদদের তালিকা চাইলেন । মঙ্গলবার দলীয় বৈঠকে এ নিয়ে প্রধানমন্ত্রী যথেষ্টই বিরক্তি এবং হতাশা ব্যক্ত করেন । কোন কোন সাংসদ (MP) কেন উপস্থিত ছিলেন না, তা জানতে চেয়েছেন তিনি। শুধু তাই নয় দলীয় বৈঠকে বারবার তিনি স্পষ্ট ভাবে এই বার্তা দিয়েছেন যে সংসদের অধিবেশনে দলের প্রতিনিধিদের উপস্থিত না থাকাটা তিনি মোটেই ভালভাবে নিচ্ছেন না। ফলে অনুপস্থিত সাংসদরা যে এই খবরে অস্বস্তিতে পড়বেন তা নিশ্চিত করেই বলা যায়।

 

চলতি সপ্তাহের সম্ভবত ১৩ তারিখ শেষ হচ্ছে এবারের বাদল অধিবেশন। তার আগে মঙ্গলবার দলীয় নেতৃত্বদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। এবারের অধিবেশন চলাকালীন এটাই শেষ বৈঠক। সেখানেই সোমবার বিল পেশের সময় রাজ্যসভার বিজেপি সাংসদদের অনুপস্থিতি নিয়ে হতাশা ব্যক্ত করেন তিনি।

 

দলীয় সাংসদদের নির্দেশ দেওয়া হয়, মঙ্গল ও বুধবার সকলকেই রাজ্যসভায় উপস্থিত থাকতে হবে। মঙ্গলবারই অনুপস্থিত সাংসদদের তালিকা চাইলেন প্রধানমন্ত্রী। জানা যাচ্ছে, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীর কাছে ওই তালিকা চেয়ে বলেন, যদিও বিরোধীদের চেষ্টা ব্যর্থ হয়েছে, তবুও উপস্থিত বিজেপি সাংসদদের সংখ্যা যেহেতু কমই ছিল তাই এবিষয়ে নজরে রাখা দরকার।

 

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version