৭৫তম স্বাধীনতা দিবসের (75th Independence Day) আগে ফের কাশ্মীর (Kashmir) উপত্যকায় জঙ্গি হানা (Terror Attack)। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান (Sopian) জেলার জায়নাপোরা এলাকায় CRPF জওয়ানদের উপর আচমকা হামলা চালায় সন্ত্রাসবাদীরা। এই জঙ্গি হামলায় এক জওয়ানের গুরুতর জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে। জখম জওয়ান ১৭৮ ব্যাটেলিয়নের অজয় কুমার। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

এই ঘটনা ২০১৯-এর ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা (Pulwama) হামলার অভিশপ্ত দিনের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। আজ, মঙ্গলবার ভোরের দিকে হঠাৎই CRPF জওয়ানদের উপর হামলা করে জঙ্গিরা। এলোপাথাড়ি গুলিবর্ষণ করে জঙ্গিরা। তৎক্ষণাৎ পাল্টা দেন ভারতীয় জওয়ানরা। গোটা এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে সেনা। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে চিরুনি তল্লাশি।