নিফটি সামান্য বাড়লেও বুধে ধাক্কা খেলো সেনসেক্স

🔹সেনসেক্স ৫৪,৫২৫.৯৩ (⬇️ -০.০৫%)

🔹নিফটি ১৬,২৮২.২৫ (⬆️ +০.০১%)

করোনা পরিস্থিতি সামলে ফিরে আশার আলো দেখিয়েছে দেশের শেয়ারবাজার। যদিও বিগত কয়েকদিনে রেকর্ড ভেঙে টানা ঊর্ধ্বমুখী হওয়ার পর অবশেষে কিছুটা ধাক্কা খেলো শেয়ারবাজার। বুধবার ২৪ পয়েন্ট নামল সেনসেক্স। যদিও ২ পয়েন্ট বেড়েছে নিফটি।

আরও পড়ুন:লোকাল ট্রেন চালুর দাবিতে দত্তপুকুর রেল অবরোধ যাত্রীদের

সকালে বাজার খোলার পর থেকেই বাড়তে শুরু করে সেনসেক্সের সূচক। ফলে খুশির হাওয়া বইছিলো দালাল স্ট্রিটে। যদিও দিনের শেষে দেখা যায় বিগত কয়েকদিনের টানা ঊর্ধ্বমুখী সূচক এদিন ধাক্কা খেয়ে নামে ২৮ পয়েন্ট। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী এদিন বিএসই সেনসেক্স(BSE Sensex) -২৮ পয়েন্ট বা -০.০৫ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫৪,৫২৫.৯৩। যদিও সারাদিন নানান উত্থান পতনের পর দিনের শেষে নিফটি বেড়েছে ২ পয়েন্ট। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী এদিন এনএসই নিফটি (NSE Nifty) মাত্র ২.১৫ পয়েন্ট বা ০.০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬,২৮২.২৫।