Friday, July 4, 2025

অক্সিজেনের অভাবে কয়েকজন কোভিড রোগীর মৃত্যু, স্বীকার কেন্দ্রের

Date:

চলতি বছর এপ্রিল-মে মাসে করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ। একাধিক বেসরকারি হাসপাতালে অক্সিজেন সঙ্কট চরমে ওঠে৷ অক্সিজেনের অভাবে একের পর এক মৃত্যুর ঘটনা সামনে আসতে থাকে৷ এতদিন এইভাবে মৃত্যু নিয়ে চুপ ছিল কেন্দ্র৷ অবশেষে অক্সিজেন সঙ্কটের জেরে মৃত্যুর কথা সংসদে স্বীকার করে নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ জানিয়েছে, দ্বিতীয় ঢেউয়ের সময় অক্সিজেনের অভাবে অন্ধ্রপ্রদেশে কয়েকজন কোভিড রোগীর মৃত্যু হয়েছে৷
গত ৯ অগস্ট কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রতিমন্ত্রী এক প্রশ্নের উত্তরে লিখিতভাবে জানান, ভেন্টিলেটরে চিকিৎসা চলাকালীন অন্ধপ্রদেশে কয়েকজন কোভিড রোগী মারা যান৷ অন্ধ্রের এসভিআরআর হাসপাতালে চিকিৎসা চলছিল তাদের৷ গত ১০ মে অক্সিজেনের অভাবে ভেন্টিলেটরে মারা যান তাঁরা৷ তবে ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা জানায়নি কেন্দ্র৷
বিরোধীদের অভিযোগ, অক্সিজেনের অভাবে দেশে কতজন মানুষের মৃত্যু হয়েছে সেই সংক্রান্ত কোনও তথ্য কেন্দ্রের কাছে নেই৷ তাই রাজ্যগুলিকে চিঠি পাঠিয়ে তা জানতে চেয়েছে কেন্দ্র৷ এখনও পর্যন্ত অরুণাচল প্রদেশ, অসম, ওড়িশা, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড এবং পাঞ্জাব কেন্দ্রকে চিঠি দিয়ে তাদের উত্তর পাঠিয়েছে৷

আরও পড়ুন- হুগো বৌমাস এবং জনি কাউকো আসায় দলে শক্তি বেড়েছে, বললেন হাবাস
জানা গিয়েছে , এখনও পর্যন্ত যা উত্তর এসেছে কেন্দ্রের কাছে তাতে অক্সিজেনের অভাবে মৃত্যুর কথা জানায়নি কোনও রাজ্য৷

 

Related articles

গিলের চওড়া ব্যাটে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

শুভমন গিলের (Shubman Gill) অধিনায়কোচিতো ইনিংস। আর তাতেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে (Edgebaston) ইতিহাস লিখেছেন...

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...
Exit mobile version