Wednesday, August 20, 2025

অক্সিজেনের অভাবে কয়েকজন কোভিড রোগীর মৃত্যু, স্বীকার কেন্দ্রের

Date:

চলতি বছর এপ্রিল-মে মাসে করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ। একাধিক বেসরকারি হাসপাতালে অক্সিজেন সঙ্কট চরমে ওঠে৷ অক্সিজেনের অভাবে একের পর এক মৃত্যুর ঘটনা সামনে আসতে থাকে৷ এতদিন এইভাবে মৃত্যু নিয়ে চুপ ছিল কেন্দ্র৷ অবশেষে অক্সিজেন সঙ্কটের জেরে মৃত্যুর কথা সংসদে স্বীকার করে নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ জানিয়েছে, দ্বিতীয় ঢেউয়ের সময় অক্সিজেনের অভাবে অন্ধ্রপ্রদেশে কয়েকজন কোভিড রোগীর মৃত্যু হয়েছে৷
গত ৯ অগস্ট কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রতিমন্ত্রী এক প্রশ্নের উত্তরে লিখিতভাবে জানান, ভেন্টিলেটরে চিকিৎসা চলাকালীন অন্ধপ্রদেশে কয়েকজন কোভিড রোগী মারা যান৷ অন্ধ্রের এসভিআরআর হাসপাতালে চিকিৎসা চলছিল তাদের৷ গত ১০ মে অক্সিজেনের অভাবে ভেন্টিলেটরে মারা যান তাঁরা৷ তবে ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা জানায়নি কেন্দ্র৷
বিরোধীদের অভিযোগ, অক্সিজেনের অভাবে দেশে কতজন মানুষের মৃত্যু হয়েছে সেই সংক্রান্ত কোনও তথ্য কেন্দ্রের কাছে নেই৷ তাই রাজ্যগুলিকে চিঠি পাঠিয়ে তা জানতে চেয়েছে কেন্দ্র৷ এখনও পর্যন্ত অরুণাচল প্রদেশ, অসম, ওড়িশা, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড এবং পাঞ্জাব কেন্দ্রকে চিঠি দিয়ে তাদের উত্তর পাঠিয়েছে৷

আরও পড়ুন- হুগো বৌমাস এবং জনি কাউকো আসায় দলে শক্তি বেড়েছে, বললেন হাবাস
জানা গিয়েছে , এখনও পর্যন্ত যা উত্তর এসেছে কেন্দ্রের কাছে তাতে অক্সিজেনের অভাবে মৃত্যুর কথা জানায়নি কোনও রাজ্য৷

 

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version