টাকা নয়ছয়ের অভিযোগ, গ্রেফতার বিজেপির প্রাক্তন পঞ্চায়েত প্রধান

একশো দিনের কাজের টাকা তছরুপের অভিযোগ। গ্রেফতার নাকাশিপাড়ার (Nakashipara) মুড়াগাছা গ্রাম পঞ্চায়েতের বিজেপির (Bjp) প্রাক্তন প্রধান রামচন্দ্র সরকার (Ramchandra Sarkar)। বুধবার, কৃষ্ণনগর আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

পুলিশ সূত্রে খবর, ২০১৮ নাকাশিপাড়া থানার মুড়াগাছা গ্রাম পঞ্চায়েত একশো দিনের কাজ নিয়ে অভিযোগ করেন কর্মীরা। তাঁরা সরাসরি টাকা তছরুফের অভিযোগ জানান ওই পঞ্চায়েতের প্রাক্তন বিজেপি প্রধানের বিরুদ্ধে। অভিযোগ, শ্রমিকদের মজুরি বাবদ টাকা নিয়েও একপয়সা তাঁদের পারিশ্রমিক দিতেন না। এই নিয়ে ক্ষোভ বাড়ছিল কমীর্দের। তাংরা দীর্ঘদিন ধরে বিষয়টি জানানোর পরেও কোনও সুরাহা হয় নি। অবশেষে পুলিশেহর কাছে অভিযোগ দায়ের করেন তাঁরা। টাকা তছরুপের ঘচনায় তদন্ত শুরু করে পুলিশ। এরপরই পুলিশের জালে ধরা পরেন ওই প্রাক্তন বিজেপি প্রধান। তাঁকে অন্যায় ভাবে ফাঁসানো হয়েছে, এমনকী এর পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র আছে বলেও পাল্টা অভিযোগ করেন ধৃত। কিন্তু তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগই প্রমাণ হয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন- শুক্রবার থেকে অতিরিক্ত মেট্রো, ৫ মিনিট অন্তর ট্রেন

এই প্রসঙ্গে তৃণমূল (Tmc) বিধায়ক কল্লোল খাঁ (Kallon Khan) বলেন, “দুর্নীতি প্রমাণ হওয়ার পরে আইন মেনেই ওই বিজেপি প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ। এখানে রাজনীতির কোনও যোগযোগ নেই”।

advt 19