সমস্যা সমাধানের প্রতিশ্রুতি, আরজিকরে উঠল পড়ুয়াদের বিক্ষোভ

আরজিকরের পড়ুয়াদের দাবি-দাওয়া মেনে নিল হাসপাতাল কর্তৃপক্ষ৷ ৪৮ ঘণ্টার মধ্যে লেডিস হস্টেল সংক্রান্ত সমস্যার সমাধান করা হবে বলে জানানো হয়েছে । তার পরই অবস্থান বিক্ষোভ তুলে নিলেন পড়ুয়ারা৷

একাধিক দাবিতে আরজিকর মেডিক্যাল কলেজে চলছিল পড়ুয়াদের বিক্ষোভ ৷ জটিলতা চরম আকার ধারণ করে সোমবার থেকে৷ ছাত্র সংসদ গঠন, সংগঠন থেকে ৩ জন ছাত্রকে সরিয়ে দেওয়ার দাবি ও লেডিজ হস্টেলের বেশ কিছু সমস্যা নিয়ে কলেজের বিরুদ্ধে সরব হয় আরজিকর মেডিক্যাল কলেজের পড়ুয়ারা৷
এই বিক্ষোভের খবর পেয়ে মধ্যরাতেই আরজিকরে উপস্থিত হন তৃণমূল সাংসদ ডাঃ শান্তনু সেন।

আরও পড়ুন- আজ ও কাল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের
পড়ুয়াদের সঙ্গে আলোচনার মাধ্যমেই রফাসূত্র মিলল এবং সেই পথেই কাটল জট৷ মঙ্গলবার রাতেই সাময়িকভাবে অবস্থান বিক্ষোভ তুলে নিয়েছিলেন পড়ুয়ারা৷ বুধবার সকালে পুরোপুরি উঠে যায় তাঁদের বিক্ষোভ৷

advt 19

 

Previous articleআজ ও কাল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের
Next articleচোটের কারণে দ্বিতীয় টেস্টে অনিশ্চিত শার্দুল ঠাকুর, চিন্তায় টিম ইন্ডিয়া