Saturday, August 23, 2025

সিলিকন ভ্যালিতে সক্রিয় ইনফোসিস, জানালেন পার্থ

Date:

Share post:

পশ্চিমবঙ্গ সরকারের তৈরি বেঙ্গল সিলিকন ভ্যালিতে খুব শীঘ্রই কাজ শুরু করতে চলেছে ইনফোসিসের মতো বিশ্বের প্রথম সারির তথ্যপ্রযুক্তি সংস্থা। আজ, বুধবার এ কথা জানান রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রাজ্য শিল্পোন্নয়ন নিগমের অডিটোরিয়াম শিল্প সদনে আয়োজিত তথ্যপ্রযুক্তি শিল্প নিয়ে এক আলোচনা চক্রের শেষে এ খবর জানান তিনি। তৃতীয়বার ক্ষমতায় আসার পর রাজ্যের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে তথ্য প্রযুক্তি শিল্পকেই হাতিয়ার করতে চাইছে রাজ্য সরকার। সেই লক্ষ্যে রাজ্য সরকারের উদ্যোগে এরই মধ্যে তৈরি হয়েছে বেঙ্গল সিলিকন ভ্যালি। ২০০ একরের সেই সিলিকন ভ্যালিতে এরই মধ্যে জায়গা দেওয়া হয়েছে ৩৯টি সংস্থাকে। তার মধ্যে রয়েছে ইনফোসিসের মত সংস্থাও। করোনা আবহে সিলিকন ভ্যালির কাজ জোরকদমে এগিয়ে চলেছে বলেও এদিন দাবি করেন পার্থ চট্টোপাধ্যায়।

বুধবার দুপুরে বিভিন্ন তথ্য প্রযুক্তি সংস্থার কর্তাদের নিয়ে এক চা চক্রের আয়োজন করা হয়েছিল। সিলিকন ভ্যালিতে যে সব সংস্থা জমি নিয়েছেন এরকম সংস্থার ১২৫ জন প্রতিনিধি এদিনের আলোচনা চক্রে হাজির ছিলেন। তাদের সঙ্গে ছিলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। যৌথ ভাবে এই আলোচনা সভার আয়োজন করেছিল রাজ্যের তথ্য প্রযুক্তি দফতর ও ওয়েবেল। এদিনের আলোচনায় তথ্য প্রযুক্তি শিল্পের সহায়ক বেশ কয়েকটি প্রস্তাব ও পরামর্শ দেন উপস্থিত প্রতিনিধিরা। তার মধ্যে কয়েকটি সংস্থা ডেটা সেন্টার করতে চেয়ে আগ্রহ দেখিয়েছে বলেও জানান পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন- ১৫ অগাস্টের আগে রাজ্যের তিন স্টেশন নিয়ে সতর্কতা জারি কলকাতা পুলিশের

সিটিআরএল-এর মত সংস্থা ৬ একর জমি চেয়েছে ডাটা সেন্টারের জন্য। এর আগে রিলায়েন্সও সিলিকন ভ্যালির ৪০ একর জমিতে তাদের কাজ শুরু করে দিয়েছে বলেই জানা গিয়েছে। আরও কয়েকটি সংস্থার প্রস্তাব এসেছে, সেসব প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে শীঘ্রই পাঠানো হবে বলেই জানান তিনি। তবে সব সংস্থাই রাজ্যে একটি ডাটা পলিশি তৈরি করার ওপর জোর দিয়েছে। সব মিলিয়ে এ রাজ্য তথ্য প্রযুক্তি শিল্পের সম্ভাবনা উজ্জ্বল বলেই আশা প্রকাশ করেন তিনি। এদিনের বৈঠকে তিনি ছাড়াও হাজির ছিলেন তথ্য প্রযুক্তি দফতরের সচিব রাজীব কুমার, রাজ্য শিল্পোন্নয়ন নিগমের প্রধান রাজীব সিনহা, হিডকোর দেবাশিস সেন ও ওয়েবেলের শীর্ষকর্তারা।

advt 19

 

spot_img

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...