Friday, January 9, 2026

ঘাসফুলের দাপটে গদি টলমল, মুখ্যমন্ত্রী পদ বাঁচাতে দিল্লির দরবারে বিপ্লব!

Date:

Share post:

২৪-এর লোকসভা নির্বাচনের আগে ত্রিপুরার(Tripura) বিধানসভা নির্বাচনকে(assembly election) পাখির চোখ করেছে তৃণমূল। আর সেই লক্ষ্যে ইতিমধ্যেই কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়েছে ঘাসফুল শিবির। শক্তিশালী প্রতিপক্ষের সামনে রীতিমতো বেহাল অবস্থা বিপ্লব দেবের(Biplab Deb)। এদিকে তাঁর নামে একের পর এক অভিযোগ জমা পড়েছে বিজেপির কেন্দ্রীয় নেতাদের কাছে। অভিযোগ উঠছে সরকার ঠিকমত চালাতে পারছেন না তিনি। এহেন অবস্থায় শোনা যাচ্ছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদ থেকে সরানো হতে পারে বিপ্লব কুমার দেবকে। এমন জল্পনার মাঝেই বুধবার দিল্লি সফরে গেলেন বিপ্লব দেব। তাঁর হঠাৎ এই সফরে রাজনৈতিক মহলের অনুমান, পদ বাঁচাতে দিল্লি দরবারে ত্রিপুরার মুখ্যমন্ত্রী।

২০২৩ সালে ত্রিপুরার বিধানসভা নির্বাচন। তবে এখন থেকেই এই রাজ্যকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে ঘাসফুল শিবির। নতুন করে সংগঠন তৈরির পাশাপাশি বহু কংগ্রেস, বাম এবং বিজেপির সুবল ভৌমিকের মতো নেতৃত্ব তৃণমূলে যোগ দিচ্ছেন। আর ১৭ মাস পরে বিপ্লব দেবের সরকারকে উপড়ে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল যে মূল প্রতিপক্ষ তা আন্দাজ করে সর্বশক্তি পাল্টা ময়দানে নেমেছে বিজেপি। এই ছবি ইতিমধ্যেই চোখে পড়েছে। এরই মাঝে বিপ্লব দেবের বিরুদ্ধে কেন্দ্রীয় নেতাদের কাছে অভিযোগ জানিয়েছে ত্রিপুরা রাজ্য বিজেপি নেতৃত্ব। রাজ্যের নাগরিক সমাজও মুখ্যমন্ত্রীর কাজে খুশি নন। এই রাজ্যের বেশ কিছু হিংসা এবং misgovernance নিয়েও কেন্দ্রীয় নেতাদের কাছে অভিযোগ জমা পড়েছে। সম্প্রতি জেলা কাউন্সিলের ভোটেও বিজেপির খারাপ ফলের জন্য বিপ্লব দেবকে দায়ী করেছে নেতৃত্ব। সব অভিযোগকে গুরুত্ব দিয়ে ত্রিপুরা ঘুরে গিয়েছে কেন্দ্রীয় বিজেপির পর্যবেক্ষক দল।

আরও পড়ুন:শুভেন্দুর কথায় নেচে মুখ্যমন্ত্রীকে “খেলা হবে দিবস” বাতিলের আর্জি রাজ্যপালের

সূত্রের খবর, যেভাবে বিপ্লব দেবের বিরুদ্ধে একের পর এক অভিযোগ জমা পড়েছে তাতে বিপ্লবে খুশি নন দিল্লির নেতারা। তাঁকে সরিয়ে নতুন কাউকে মুখ্যমন্ত্রী করার বিষয়ে চিন্তা ভাবনা শুরু হয়েছে। তবে বিপ্লবের জায়গায় নতুন মুখ্যমন্ত্রী কে হবেন সেটা নিয়েও জল্পনা শুরু হয়েছে। ত্রিপুরার রাজপরিবারের সন্তান, বর্তমান উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণকে মুখ্যমন্ত্রী করা হতে পারে বলেও শোনা যাচ্ছে। মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে আছেন ত্রিপুরার BJP সভাপতি মানিক সাহা। রাজ্যের প্রাক্তনমন্ত্রী সুদীপ রায়বর্মণর নামও চিন্তাভাবনায় আছে বলেও জানা গিয়েছে। এদিকে আরো জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীপদ না পেলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন সুদীপ রায়বর্মণ। সবমিলিয়ে ত্রিপুরার পরিস্থিতি বেশ ঘোরালো। এই অবস্থায় গদি বাঁচাতেই বিপ্লব দেব দিল্লি দরবারে গিয়েছেন বলে রাজনৈতিক মহলের অনুমান। শোনা যাচ্ছে অমিত শাহ, জেপি নিড্ডার মত বেশ কিছু শীর্ষ নেতৃত্বের সঙ্গে দিল্লিতে সাক্ষাৎ করবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। তবে মুখ্যমন্ত্রীর আসন বিপ্লবের জন্য স্থায়ী হবে কি না তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

 

spot_img

Related articles

দু’ঘণ্টা পার, দিল্লিতে এখনও আটক তৃণমূল সাংসদরা! ফেসবুক লাইভে ইডিকে তোপ মহুয়ার 

ঘড়ির কাঁটা বারোটা পেরিয়ে যাওয়ার পরও দিল্লির পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনেই আটক তৃণমূল সাংসদরা। দু'ঘণ্টার বেশি সময় ধরে...

আইপ্যাক কাণ্ডে অভিযোগ দায়ের মুখ্যমন্ত্রীর

গতকাল সেক্টর ফাইভে আইপ্যাক এর অফিসে ইডি হানা, ইডির বিরুদ্ধে নথি চুরির অভিযোগে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় লিখিত...

সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জাঁকিয়ে শীত

শুক্রবার সকালে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature)। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে ১০- ১১ ডিগ্রি...

লজ্জা! এটাই বিজেপি নতুন ভারতের রূপ! সর্বশক্তি দিয়ে তোমাদের হারাবে তৃণমূল, গর্জন অভিষেকের

স্বৈরাচারের নির্লজ্জ সীমায় পৌঁছে গিয়েছে বিজেপি। অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে। স্বৈরাচারী বিজেপি গণতন্ত্রের শেষটুকু উপড়ে ফেলে...