Saturday, August 23, 2025

বিশেষ প্রতিনিধি, গুয়াহাটি:

অসমের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা প্রকাশ্যে । কয়েক হাজার শিক্ষক পদ শূন্য। এ নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ করছে বিরোধীরা। তবে এ বার প্রশ্ন উঠল শাসক শিবিরেই। এমনকি, ওই অভিযোগ মেনে নিয়েছেন অসমের শিক্ষামন্ত্রী রনজ পেগুও। বিধানসভাতেই রনজ পেগু ( Ranoj Pegu ) জানিয়েছেন, প্রশিক্ষিত শিক্ষকের অভাবে মাধ্যমিক স্তরে শিক্ষাদান ব্যাহত হচ্ছে। তাঁর কথায়, ‘অসমে secondary স্কুলে যতজন শিক্ষক আছে তার মধ্যে মাত্র ৩৮% প্রশিক্ষিত।’
বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন শাসক BJP দলের বিধায়ক মৃণাল সাইকিয়াও। তাঁর অভিযোগ, শিক্ষক নিয়োগ না হওয়ার ফলে রাজ্যের সরকারি স্কুলে উপযুক্ত শিক্ষাদান হচ্ছে না। এই কারণে অভিভাবকরা এখন প্রাইভেট স্কুলের দিকে ঝুঁকছেন।
সরকারের জোটসঙ্গী UPPL দলের বিধায়ক গোবিন্দচন্দ্র বসুমাতারায়ও শিক্ষায় পিছিয়ে পড়া নিয়ে প্রশ্ন তুলেছেন।তিনি জানিয়েছেন, বুধবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষা দফতরে ২২ হাজার ৯২১ শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে প্রায় ১০ হাজার প্রাইমারি স্কুলের জন্য এবং বাকিগুলি মাধ্যমিক স্তরের জন্য। তিনি আরও বলেন , প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয়, সব স্তরেই শিক্ষার মান উন্নয়ন করার চেষ্টা হচ্ছে।
কংগ্রেসের বিধায়ক ভারতচন্দ্র নারা বলেন, শিক্ষা দফতরের কাজ মানবসম্পদ তৈরি করা। কিন্তু এই বিভাগেই কাজের লোকের অভাব আছে। লক্ষ্মীপুর জেলাতে প্রায় ১০০টি প্রাইমারি স্কুলে কোনও শিক্ষক নেই। সেখানে প্রায় ২৫০টি ইংরেজি মাধ্যমের স্কুল চলছে একজন শিক্ষক দিয়ে।

আরও পড়ুন- সোশ্যাল মিডিয়ায় গা-ছমছম ভিডিও পোস্ট শামির, দ্বিতীয় টেস্টের আগে ভূতের ভয়ে ভারতীয় বোলার
এই রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা নিয়ে রাজ্য সরকারকে বিঁধেছেন শিবসাগরের নির্দল বিধায়ক অখিল গগৈও। তাঁর দাবি, অসমে স্কুলছুটের সংখ্যা সবথেকে বেশি। মাধ্যমিক স্তরে দেশে ড্রপআউটের হার ১৬.১ শতাংশ। অথচ অসমে সেই হার ৩২.৩ শতাংশ। এই রাজ্যে উপযুক্ত শিক্ষক না থাকার কারণেই স্কুলছুটের সংখ্যা বাড়ছে।

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version