বেঙ্গালুরুতে ৬ দিনে করোনায় আক্রান্ত ৩০১ শিশু , উদ্বিগ্ন হু

বেঙ্গালুরুতে (Bengaluru) গত ৬ দিনে ৩০১ জন কমবয়সী করোনায় (Coron affected) আক্রান্ত হয়েছে । এই ঘটনায় গোটা বেঙ্গালুরু জুড়ে এখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে কি সত্যিই তৃতীয় ঢেউ আছড়ে পড়লো? করোনার তৃতীয় ঢেউয়ের (third wave of corona) ধাক্কায় শিশুদের মধ্যে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি না কম তা নিয়ে বিতর্ক আছে । কিন্তু বেঙ্গালুরুর ঘটনা রীতিমতো ভয় ধরাচ্ছে। শুধু কর্ণাটক রাজ্য সরকারই নয়, এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। হু জানিয়েছে প্রতিমুহূর্তে বেঙ্গালুরুর ঘটনার দিকে নজর রাখা হচ্ছে।

 

জানা গিয়েছে গত ৬ দিনে আক্রান্ত কমবয়সীদের মধ্যে ০-৯ বছর বয়সীদের সংখ্যাই বেশি। ১২৭ জন। পাশাপাশি ১০-১৯ বছর বয়সীদের সংখ্যা ১৭৪। সব মিলিয়ে আক্রান্ত ৩০১ জন। একসঙ্গে এতজন কমবয়সীদের আক্রান্ত হওয়ার ঘটনা কর্ণাটকে এই প্রথম। ১০-১৫ অগাস্টের এই পরিসংখ্যান রীতিমতো ভয় ধরাচ্ছে। স্বাভাবিক ভাবেই নড়েচড়ে বসেছে প্রশাসন। রাজ্যজুড়ে চরম সর্তকতা জারি করে দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর এর আগে একসঙ্গে এত জন শিশুর আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেনি । স্বাভাবিকভাবেই রাজ্য সরকার বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন।

advt 19

Previous articleফিফা র‍্যাঙ্কিং-এ একই জায়গায় রইল ভারতীয় দল, শীর্ষে রইল বেলজিয়াম
Next articleবর্বর সরকার চলছে: ত্রিপুরা-দিল্লিতে রংবদল হবে, তোপ দাগলেন মমতা