Tuesday, August 26, 2025

হিংসা থামাতে তালিবানকে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব আফগান সরকারের

Date:

আফগানিস্তান(Afghanistan) জুড়ে ক্রমেই দাপট বেড়ে চলেছে তালিবানদের। রাজধানী কাবুল(Kabul) থেকে মাত্র ১৩০ কিলোমিটার দূরে নিজেদের ঘাঁটি শক্ত করেছে তালিবানরা(Taliban)। দখল হয়ে গিয়েছে কাবুলের নিকটবর্তী গজনি প্রদেশ। এই অবস্থায় তালিবান আগ্রাসনের সামনে প্রায় পরাজয় স্বীকার করে নিলেও আফগান সরকার(Afghan govt)। জঙ্গিগোষ্ঠী তালিবানকে প্রস্তাব দেওয়া হল ক্ষমতা ভাগাভাগি।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, সম্প্রতি কাতারে দূতের মাধ্যমে আফগান সরকার তালিবানকে প্রস্তাব দিয়েছে আফগানিস্তানের লাগাতার চলতে থাকা হিংসা থামাতে ক্ষমতা ভাগাভাগি করা হোক। এই ঘটনায় আন্তর্জাতিক মহলের তরফে দাবি করা হচ্ছে, তালিবানদের ভয়াবহ আগ্রাসনের কাছে কার্যত নতি স্বীকার করতে বাধ্য হয়েছে আফগানিস্তান সরকার। যার ফলেই এই ধরনের প্রস্তাব পাঠানো হয়েছে সরকারের তরফে। যদিও আফগান সরকারের এই প্রস্তাব তালিবান গ্রহণ করেছে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।

আরও পড়ুন:বেঙ্গালুরুতে ৬ দিনে করোনায় আক্রান্ত ৩০১ শিশু , উদ্বিগ্ন হু

তবে গোটা আফগানিস্তান জুড়ে যেভাবে তালিবানের আগ্রাসন বেড়ে চলেছে তাতে আমেরিকার সামরিক কার্যালয় পেন্টাগনের তরফে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, পরিস্থিতি যারা তাতে আগামী ৯০ দিনের মধ্যে কাবুল পুরোপুরি দখল করে নেবে তালিবানরা। গত বুধবার এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর বৃহস্পতিবার কাবুল থেকে অল্প কিছু দূরে অবস্থিত গাজনি প্রদেশ দখল করেছে তালিবান জঙ্গিগোষ্ঠী। এখন আফগান সরকারের এই প্রস্তাব হিংসায় লাগাম টানতে সক্ষম হয় কিনা সেটাই এখন দেখার।

 

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version