খোলা চুলে, হালকা রঙের শাড়ি পড়ে একেবারে অন্যরুপে দেখা গেল টোকিও অলিম্পিক্সের( Tokyo Olympics) রুপো জয়ী মীরাবাই চানুকে( mirabai chanu)। শাড়ি পড়ে ক্যামেরার সামনে তিনি। সেই ছবি আবার নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যা মুহূর্তে হয়ে যায় ভাইরাল।

এদিন একটি ছবি পোস্ট করে চানু লেখেন,” সাবেকি সাজ আমার খুব ভাল লাগে।” যেখান হালকা রঙের শাড়িতে বেশ মানানসই তিনি। ”

Always happy to be in my traditional outfits. pic.twitter.com/iY0bI69Yh5
— Saikhom Mirabai Chanu (@mirabai_chanu) August 12, 2021
টোকিও অলিম্পিক্সে ভারতের হয়ে এবার ভারোত্তোলনে রুপোর পদক জেতেন চানু। গতকাল দেখা করেন প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরের সঙ্গে।

আরও পড়ুন:ঘরে ফিরলেন ব্রোঞ্জ পদক জয়ী লভলিনা বড়গোহাঁই, স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী
