Sunday, August 24, 2025

শুধু রাহুল নয়, টুইটার হ্যান্ডেল লক করা হয়েছে দলের এবং কংগ্রেসের আরো পাঁচ নেতার

Date:

শুধু রাহুল গান্ধীর (Rahul Gandhi) একার নয় কংগ্রেসের(Congress) আরো পাঁচ নেতার এবং কংগ্রেস দলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট (Official Twitter Account of congress) লক করা হয়েছে। কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডল এবং রাহুল গান্ধীর সহ দলের ৫ হেভিওয়েট নেতার অ্যাকাউন্ট লক করা হলো কেন তার কৈফিয়ত দিয়েছে সংস্থা।

 

মাইক্রো ব্লগিং সাইট টুইটারের (twitter) তরফে জানানো হয়েছে, ওই অ্যাকাউন্টগুলিতে এমন কিছু তথ্য পোস্ট করা হয়েছে, যা নিয়ম লঙ্ঘন করেছে। ব্যক্তির গোপনীয়তা এবং সুরক্ষা রক্ষার্থেই ওই টুইটার হ্যান্ডলগুলি ব্লক করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কংগ্রেসের তরফে জানানো হয়েছে রাহুল গান্ধী ছাড়াও অ্যাকাউন্ট লক হয়েছে কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মাকেন, কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সুরজওয়ালা, কংগ্রেস সাংসদ মণিকম ঠাকুর, মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব ও অসমের ভারপ্রাপ্ত কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং আলওয়ারের অ্যাকাউন্ট।

 

কয়েকদিন আগেই রাহুল গান্ধীর অ্যাকাউন্ট সাময়িকভাবে লক করে ট্যুইটার। কিছুদিন আগে, দিল্লিতে এক দলিত নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে। রাহুল গান্ধী ওই নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন এবং তারপরে ওই নির্যাতিতার বাবা-মায়ের ছবি নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেন। ট্যুইটারের মুখপাত্রের দাবি, ওই ছবি পোস্ট করে রাহুল গান্ধী নিয়ম লঙ্ঘন করেছেন আর নিয়ম লঙ্ঘন করেছে এমন একটি ছবি পোস্ট হওয়ার দরুন আমরা কয়েকশো টুইটের বিরুদ্ধে  পদক্ষেপ করেছি। ভবিষ্যতেও আমরা  প্রয়োজনে এমন পদক্ষেপ করব। টুইটারের মতে, যদি কোনও ট্যুইট সংস্থার নিয়ম লঙ্ঘন করে এবং অ্যাকাউন্টধারী তা মুছে না দেন, তাহলে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম একটি নোটিসের আড়ালে সংশ্লিষ্ট পোস্ট লুকিয়ে রাখে এবং অ্যাকাউন্টটি লক থাকে যতক্ষণ না সেই ট্যুইটটি সেখান থেকে সরানো হচ্ছে।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version