ফিফা র‍্যাঙ্কিং-এ একই জায়গায় রইল ভারতীয় দল, শীর্ষে রইল বেলজিয়াম

ফিফা র‍্যাঙ্কিং- একই জায়গায় রইল ভারতীয় দল( india team)। বৃহস্পতিবার প্রকাশিত হওয়া ফিফা র‍্যাঙ্কিং( fifa ranking)- এ ১০৫ এই রইল সুনীল ছেত্রীর ( sunil cheetri)দল। ২০২২ বিশ্বকাপের( 2022 world cup) যোগ্যতা অর্জন পর্বে পয়েন্ট পেলেও র‍্যাঙ্কিং-এ উন্নতি হল না ভারতের। এশিয়ার দেশগুলির বিচারে ভারত রয়েছে ১৯ নম্বরে।

 

এদিকে কোপা-ইউরো জয়ের ফলে র‍্যাঙ্কিং-এ উন্নতি করল ইতালি এবং আর্জেন্তিনা। পঞ্চম স্থানে পৌঁছাল ইতালি। ষষ্ঠ স্থানে আর্জেন্তিনা। শীর্ষের রইল বেলজিয়াম। এবং দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। অপরদিকে সপ্তম স্থানে রয়েছে স্পেন এবং পর্তুগাল রয়েছে অষ্টম স্থানে।

এদিকে এশীয় দেশগুলির মধ্যে শীর্ষে রয়েছে জাপান। তারপরই রয়েছে ইরান।

আরও পড়ুন:খোলা চুলে, হালকা রঙের শাড়িতে মন কাড়ছেন মীরাবাই চানু, মুহূর্তে ভাইরাল ছবি