Saturday, January 31, 2026

‘লক্ষ্মীর ভাণ্ডার’-এ কারচুপি এড়াতে ইউনিক নম্বর: কী ভাবে আবেদন? জানালেন মমতা

Date:

Share post:

16 অগাস্ট থেকে রাজ্যে ফের শুরু হচ্ছে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। বৃহস্পতিবার, নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) জানান, প্রথমবার এই কর্মসূচি অত্যন্ত সফল হয়। 99% মানুষ পরিষেবা পেয়েছেন। এদিন সাংবাদিক বৈঠক থেকে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প নিয়েও রাজ্যবাসীকে সচেতন করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এই প্রকল্প নিয়ে কোনওরকম কারচুপি এড়াতে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুন:স্বাধীনতা দিবসের আগেই জঙ্গি নাশকতার ছক, কন্ট্রোল রুম তৈরি করছে পাক মদতকারী জঙ্গি গোষ্ঠী

মুখ্যমন্ত্রী জানান, ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র জন্য দুয়ারে সরকারেই ফর্ম পাওয়া যাবে।
•বিনামূল্যে ফর্ম (Form) পাওয়া যাবে।
•ফর্ম ডুপ্লিকেট (Duplicate) করা যাবে না।
•অন্য ফর্ম জমা নেওয়া যাবে না।
•ফর্মে ইউনিক নম্বর থাকবে।
•বাইরে থেকে যদি কেউ ফর্ম জোগাড় করে তা গ্রহণ করা হবে না।
•২৫ থেকে ৬০ বছর বয়স পর্যন্ত মহিলারা সুবিধা পাবেন।
•আবেদনপত্রটি পূরণ করে ক্যাম্পেই জমা দিতে হবে।
•ফর্ম পাওয়া যাবে দুয়ারে সরকারের অফিশিয়াল ওয়েবসাইটে।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নামে টাকা নেওয়ার বিষয় নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে। এই নিয়ে কোনোরকম জালিয়াতি রুখতে কড়া পদক্ষেপ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দুয়ারে সরকার প্রথম ধাপের সাফল্যের পর এবার ১৬ থেকে 31 অগাস্ট হবে এই কর্মসূচি। তবে, যেখানে জল জমে আছে, সেখানে পরে হবে। ১৮টি প্রকল্পের ফর্ম দেওয়া হবে। ৮ থেকে ২৩ সেপ্টেম্বর সব নথি খতিয়ে দেখা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

এই সমস্ত প্রকল্পে নিয়ে কারও কোনো অভিযোগ থাকলে সরাসরি মুখ্যমন্ত্রীর দফতরে অভিযোগ জানানো যাবে। *অভিযোগ জানানোর নম্বর*
*1070/22143526*

এছাড়া বাংলা সহায়তা কেন্দ্রেও অভিযোগ জানানো যাবে।

পাশাপাশি, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মহরম ২০ অগাস্ট হচ্ছে বলে কেন্দ্র ঘোষণা করছে। রাজ্যেও ২০ তারিখ ছুটি দেওয়া হয়েছে।

এ মাসেই 63 জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিকে ছাড়া হয়েছে। আরও মানবিক কারণে 73জনকেও ছাড়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এঁদের সবারই বয়স 55 উর্ধ্বে। তাঁদের মধ্যে 66 জন মহিলা রয়েছেন।

advt 19

 

spot_img

Related articles

নাম ভাঙিয়ে সুবিধা চাইলেই ব্যবস্থা, দায়িত্ব নিয়েই পুলিশকে কড়া বার্তা নগরপালের

শুক্রবার দায়িত্ব পেয়েই পরের দিন অর্থাৎ শনিবার বড় নির্দেশ দিলেন নগরপাল সুপ্রতিম সরকার। স্পষ্ট জানিয়ে দিলেন, পুলিশ কমিশনারের...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগ: মাইক্রো অবজার্ভার নিয়োগ নিয়ে কমিশনকে কড়া চিঠি মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও অসাংবিধানিক হস্তক্ষেপের অভিযোগ তুলে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বন্ধ হতে চলেছে টেলিপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’! বাড়ছে জল্পনা

জনপ্রিয়তা থেকে বিতর্ক, বারবার খবরের শিরোনামে থেকেছে জি বাংলার ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'(Chirodini Tumi Je Aamar)। জিতু...

ভোটার তালিকায় ভুল রুখতে কড়া কমিশন, মাইক্রো অবজার্ভারদের কাঁধে নতুন দায়িত্ব

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এবার আরও কঠোর অবস্থান নিল নির্বাচন কমিশন। স্পষ্ট জানানো...