সাংসদদের (Parliament) মুখোমুখি হতে চান না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷ এই ভাবেই মোদি-শাহকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien) ৷ মোদি ও শাহ কেউই সংসদে এসে বিরোধীদের বক্তব্য শোনার সময় পাননি বলে কটাক্ষ করেছেন ডেরেক ৷ ওবিসি বিলের মতো গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনার সময়ও মোদি-শাহ কীভাবে সংসদে অনুপস্থিত থাকলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ ৷
সরাসরি প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করে ডেরেক বলেছেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিলেন এই সময়ে ? আমাদের কথা শোনার জন্য তাঁরা কেন সংসদে ২-১ মিনিট উপস্থিত থাকার সময় পেলেন না ?

আরও পড়ুন- মুকুল কেন PAC চেয়ারম্যান? ”মামলা গ্রহণযোগ্য নয়”, হাইকোর্টে স্পষ্ট জবাব স্পিকারের
প্রাক্তন দুই প্রধানমন্ত্রী মনমোহন সিং ও এইচডি দেবগৌড়া আজ উপস্থিত থাকলেন এবং সক্রিয়ভাবে অধিবেশনে অংশগ্রহণ করলেন।
বিরোধীদের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে বিতর্ক চাইলেও তার সুযোগ দেওয়া হয়নি বলে তোপ দেগে ডেরেক বলেন, প্রথম দিন থেকে আমরা এই দাবি জানিয়ে এসেছি ৷ কেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ থেকে পালিয়ে বেড়ালেন ? আসলে তাঁরা সংসদের মুখোমুখি হতে চান না।
