ইংল‍্যান্ডের বিরুদ্ধে শতরান করে সেহবাগকে ছুঁয়ে ফেললেন রাহুল

বৃহস্পতিবার ভারত-ইংল‍্যান্ড( india-england) দ্বিতীয় টেস্টে খেলে নেমে, ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগকে( virender sehwag) টপকে গেলেন কে এল রাহুল( kl rahul)। বৃহস্পতিবার ইংল‍্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে শতরান করেন রাহুল। ওপেনার হিসেবে বিদেশের মাটিতে চতুর্থ শতরান করলেন তিনি। এই শতরান করেই সেহবাগকে ছুয়ে ফেললেন রাহুল। টেস্ট ক্রিকেটে রাহুলের শতরানের সংখ‍্যা দাঁড়াল ষষ্ঠ।

বৃহস্পতিবার ইংল‍্যান্ডের বিরুদ্ধে শতরান করতেই, বিদেশের মাটিতে রাহুলের শতরানের সংখ‍্যা দাঁড়াল চার। একই আসনে রয়েছেন সেহবাগ। এই তালিকার শীর্ষে সুনীল গাভস্কর। বিদেশের মাটিতে ১৫টি টেস্ট শতরানের মালিক তিনি।

আরও পড়ুন:কলকাতাতেই ডুরান্ড, শুরু ৫ সেপ্টেম্বর

 

Previous articleবাহাত্তরে অবসর! শূন্যে নেমে অবশেষে নীতি বদলের পথে বামেরা
Next articleস্বাধীনতা দিবসে ভিক্টোরিয়ায় উড়বে ১৫০ ফুটের জাতীয় পতাকা!