করোনা আবহে এবারও ভার্চুয়াল সভা টিএমসিপি-র, বক্তব্য রাখবেন মমতা

করোনা আবহে ভার্চুয়ালি পালিত হয়েছে তৃণমূলের (TMC) শহিদ দিবস। একইভাবে এবার ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসও পালিত হবে ভার্চুয়াল মাধ্যমে। সেখানেই বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কালীঘাট থেকে ডিজিটাল মাধ্যমে ভাষণ দেবেন তৃণমূল সুপ্রিমো।

২৮ অগাস্ট টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস। প্রতি বছর মেয়ো রোডে দলের ছাত্র সংগঠনের সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় গতবারের মতো এবারও কোনও ঝুঁকি না নিয়ে দলের তরফে সেই সভার আয়োজন করা হচ্ছে না। ভার্চুয়াল ভাবেই চলবে এবারের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে এবার তৃণমূলের ছাত্র সংগঠন নিজস্ব ব্লগ তৈরি করছে টিএমসিপি। ১৬ অগাস্ট ‘খেলা হবে’ কর্মসূচির পর ১৭ অগাস্ট তার উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রতিষ্ঠা দিবসে কোভিড বিধি মেনে গান্ধী মূর্তির পাদদেশে শ্রদ্ধা জানিয়ে শুরু হবে মূল কর্মসূচি। তবে গোটা অনুষ্ঠানের একমাত্র আকর্ষণ দলনেত্রীর ভাষণ। ২৮ তারিখ দুপুর ২ টোয় শুরু হবে অনুষ্ঠান।

আরও পড়ুন- খেলা হবে দিবস: খুব জমবে খেলা, যুবভারতীতে নামবে ভারত আর বাংলা!

advt 19

 

Previous articleবিধি-নিষেধে ছাড় নবান্নের, বাড়লো বার-রেস্তোরাঁ সহ দোকান খোলার সময়
Next articleইস্টবেঙ্গলের চুক্তিপত্রে সই করা নিয়ে তুমুল ঝামেলায় জড়ালেন সুভাষ-মনোরঞ্জন