Friday, December 19, 2025

মোদির ‘দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস’: রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ বিরোধীদের

Date:

Share post:

স্বাধীনতা দিবসের আগে ফের রাজনৈতিক তাস খেললেন নরেন্দ্র মোদি (Narendra Modi)! 75 তম স্বাধীনতা দিবসের আগের দিনকে ‘দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস’ হিসেবে পালনের ডাক দেন তিনি। ১৪ অগাস্ট দিনটিকে এবার থেকে এভাবে পালনের কথাই নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handel) জানিয়েছেন প্রধানমন্ত্রী। আর এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ বিরোধীদের।

১৪ অগাস্ট স্বাধীনতা দিবস পালন করে পাকিস্তান (Pakistan) ৷ এবার থেকে এই দিন দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালনের ডাক দিয়েছেন নরেন্দ্র মোদি৷ এ দিন টুইটে মোদি লেখেন, “দেশভাগের যন্ত্রণা কোনও দিন ভোলা যাবে না৷ তীব্র ঘৃণা ও হিংসার শিকার হয়ে লক্ষ লক্ষ ভাই-বোন ভিটে-মাটি ছাড়া হয়েছিলেন। অনেকে প্রাণ হারিয়েছিলেন৷ সেই সংগ্রাম এবং ত্যাগকে স্মরণ করেই ১৪ অগাস্ট দিনটিকে দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস হিসেবে এবার থেকে পালন করা হবে৷” এটা একতা, সামাজিক সম্প্রীতি এবং মানবিকতার বোধকেও মজবুত করবে বলে মত প্রধানমন্ত্রীর।

আরও পড়ুন:কিশোরকে চোর সন্দেহে পিটিয়ে খুন, তদন্তে এন্টালি থানার পুলিশ

কিন্তু মোদির এই ঘোষণার পরেই রাজনৈতিক মহলে বিতর্ক শুরু দেখা দেয়৷ তৃণমূল নেতা নির্বেদ রায় (Nirbed Ray) কটাক্ষ করে বলেন, যাঁরা ইংরেজদের দেশভাগের সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন, তাঁরাই আজ দেশভাগ দিবসকে স্মরণ করতে চাইছেন৷ তৃণমূল নেতা তথা মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) বলেন, বাংলা আর পঞ্জাবের দেশভাগের ইতিহাস আলাদা৷ এটা অত্যন্ত সংবেদনশীল বিষয়৷ অনেক ভেবেচিন্তে কোনও ঘোষণা বা মন্তব্য করা উচিত৷ সামনেই পঞ্জাবের নির্বাচন। সে দিকে তাকিয়েই এই সেন্টিমেন্টাল কার্ড খেলার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ ব্রাত্যর।

তবে, প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে অত্যন্ত সময়োচিত বলে মত করছেন বিজেপির (Bjp) । তাদের পাল্টা যুক্তি, দেশভাগের ইতিহাস আগামী প্রজন্মকে জানানোর জন্যই দেশভাগের স্মৃতিতে বিশেষ দিন পালন করার ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷

advt 19

 

spot_img

Related articles

আওয়ামী লিগের বাড়ি ভাঙতে বুলডোজার, হাদির মৃত্যুতে শনিবার শোকদিবস পালনের ডাক ইউনূসের 

ভোটের আগে অগ্নিগর্ভ বাংলাদেশ (Bangladesh)। নৈরাজ্যের আগুনে উত্তেজনা বাড়ছে প্রতিবেশী রাষ্ট্রে। ঢাকা-চট্টগ্রামে ভারতীয় দূতাবাসে হামলা, ধানমান্ডিতে প্রগতিশীল ধর্মনিরপেক্ষ...

আমেরিকার আকাশে বিমান দুর্ঘটনা,উত্তর ক্যারোলিনায় প্রাইভেট জেট ভেঙে মৃত অন্তত ৭

মার্কিন আকাশ পথে ভয়াবহ দুর্ঘটনা (US plane crash)। উত্তর ক্যারোলিনায় (North Carolina) ভেঙে পড়ল একটি প্রাইভেট জেট। উড়ানের...

গায়ের জোরে ‘জি রাম জি’ পাশ, MGNREGA-র হত্যা! সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল সাংসদরা

ব্যাপক ঠান্ডা দিল্লিতে (Delhi)। এর মধ্যেই ‘জি রাম জি’ বিলের বিরোধিতায় পুরোনো সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল...

শীতের স্পেলে ব্রেক, বড়দিনের আগে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম 

বছরের শেষ মাসের শুরুর দিকে লম্বা ইনিংস খেলার আশা জাগিয়েও ডিসেম্বরের মাঝামাঝিতে খানিকটা হাঁপিয়ে উঠেছে শীত (Winter), অন্তত...