পাকিস্তানের ইতিহাসে প্রথমবার প্রধান বিচারপতির পদে বসতে চলেছেন কোনও মহিলা

পাকিস্তানের(Pakistan) ইতিহাসে প্রথমবার প্রধান বিচারপতি পদে বসতে চলেছেন কোনও মহিলা। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি অগাস্টেই পাকিস্তানের প্রথম মহিলা প্রধান বিচারপতি(chief justice) হিসেবে দায়িত্বভার নেবেন বিচারপতি আয়েশা মালিক(Ayesha Malik)।

আরও পড়ুন:আদি ও নব্যর লড়াইয়ে জেরবার হুগলি বিজেপি, দল ছাড়ছেন মণ্ডলের প্রাক্তন নেতা

জানা গিয়েছে, পাকিস্তানের বর্তমান প্রধান বিচারপতি মুশির আলম আগামী ১৭ আগস্ট অবসর নিতে চলেছেন। এরপরই প্রধান বিচারপতির মত গুরু দায়িত্ব কাঁধে তুলে নেবেন বিচারপতি আয়েশা। পদত্যাগের আগে মুশির আলম নিজেই আয়েশার নাম সুপারিশ করেছেন প্রধান বিচারপতি হিসেবে। বর্তমানে লাহোর হাইকোর্টের সিনিয়র বিচারপতিদের তালিকায় চতুর্থ নম্বরে রয়েছেন আয়েশা মালিক। সবকিছু ঠিকঠাক থাকলে পাকিস্তানের মতো দেশে প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসেবে ইতিহাস গড়বেন আয়েশা। জানা গিয়েছে বিচারপতি আয়েশা মালিক ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত করাচিতে ফকরুদ্দিন ইব্রাহিমের লিগাল কোম্পানিতে সহায়ক হিসেবে কাজ শুরু করেন। এরপর লাহোরে পাকিস্তান কলেজ অফ ল কলেজ থেকে আইন নিয়ে পড়াশোনা করেন। দেশে আইন নিয়ে পড়াশোনার পাঠ শেষ করার পর তিনি লন্ডনের প্রতিষ্ঠিত হার্ভার্ড ল স্কুল থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এরপর ২০২১ সালে লাহোর আদালতের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। অবশেষে দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতির পদে বসতে চলেছেন আয়েশা মালিক।

advt 19

 

Previous articleআদি ও নব্যর লড়াইয়ে জেরবার হুগলি বিজেপি, দল ছাড়ছেন মণ্ডলের প্রাক্তন নেতা
Next articleস্বাধীনতা দিবসের আগে কড়া নজরদারি শেওড়াফুলি জংশনে