স্বাধীনতা দিবসের আগে কড়া নজরদারি শেওড়াফুলি জংশনে

১৫ অগাস্ট উপলক্ষে স্নিফার ডগ (Sniffer Dog) দিয়ে স্টেশন (Station) চত্বর থেকে রেল লাইনে তল্লাশি চালাল শেওড়াফুলির জিআরপি (Grp)। অত্যন্ত গুরুত্বপূর্ণ হাওড়া-বর্ধমান মেন লাইন শাখার শেওড়াফুলি জংশন স্টেশন। স্টেশন চত্বরটিকে নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে। পুলিশকর্মীদের নজরদারির পাশাপাশি স্নিফারডগ দিয়ে স্টেশন ও সংলগ্ন এলাকায়-সহ রেললাইনের বিভিন্ন জায়গায় তল্লাশি চালান জিআরপির কর্মীরা।

আরও পড়ুন- পাকিস্তানের ইতিহাসে প্রথমবার প্রধান বিচারপতির পদে বসতে চলেছেন কোনও মহিলা

পুলিশের পক্ষ থেকে মাইকে ঘোষণা করা হয়। শেওড়াফুলি জিআরপির অফিসার ইনচার্জ গোপাল গঙ্গোপাধ্যায় বলেন, প্রতি বছরই তল্লাশি চালানো হয়। এবছর বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। জিআরপি ২৪ ঘণ্টা সতর্ক রয়েছে।

advt 19

 

Previous articleপাকিস্তানের ইতিহাসে প্রথমবার প্রধান বিচারপতির পদে বসতে চলেছেন কোনও মহিলা
Next articleজম্মু-কাশ্মীরে বদলি হলেন পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস বিবেক ভরদ্বাজ