Tuesday, August 26, 2025

‘নারীশক্তির বিকাশে আরও গুরুত্ব দেওয়া হোক’, প্রাক স্বাধীনতা দিবসের ভাষণে বললেন রাষ্ট্রপতি

Date:

৭৫তম স্বাধীনতা দিবসের আগে শনিবার জাতির উদ্দেশে ভাষণ দেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি তাঁর বক্তব্য শুরু করেন। ভাষণের শুরুতেই মহাত্মা গান্ধী ও দেশের স্বাধীনতা সংগ্রামীদের অবদানের কথা স্মরণ করেন রাষ্ট্রপতি।সেইসঙ্গে টোকিও অলিম্পিক্সে ভারতের অনবদ্য সাফল্যের কথা তুলে ধরেন। পাশাপাশি করোনা নিয়েও দেশবাসীকে সতর্ক করেন তিনি এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অবদানের কথা তুলে ধরেন।

এদিন দেশের প্রথম নাগরিক বলেন, কোভিড ১৯ অতিমারি এখনও শেষ হয়নি। দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণ করা গেলেও নাগরিকদের কোভিড বিধিনিষেধ মেনে চলার জন্য অনুরোধ করেন। রাষ্ট্রপতি বলেন, কোভিডের প্রকোপের থেকে বাঁচতে ভ্যাকসিনই একমাত্র অস্ত্র। পাশাপাশি তিনি এও বলেন এখনও পর্যন্ত মোট ৫০ কোটি দেশবাসীর টিকাকরণ হয়েছে।

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে বদলি হলেন পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস বিবেক ভরদ্বাজ

টোকিও অলিম্পিক্সে ভারতের পদকলাভের জন্য সকল অ্যাথলিটদের শুভেচ্ছা জানান রামনাথ কোবিন্দ। অলিম্পিক্সে মেয়েদের সাফল্যের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, এভাবেই সারা দেশে সবক্ষেত্রে মহিলারা এগিয়ে আসুক ও সাফল্য লাভ করুক। এছাড়াও নারী শক্তির বিকাশের কথা দেশবাসীর সামনের তুলে ধরেন তিনি।  বক্তৃতায় তিনি বলেন, দেশের নারীশক্তির জাগরণ হোক, সেই কামনা করি। তাই নারী বিকাশে সরকার আরও গুরুত্ব  দিক। এছাড়াও দেশের কৃষিক্ষেত্রের উন্নয়নের কথাও এদিন তুলে ধরেন রাষ্ট্রপতি।

প্রসঙ্গত আগামিকাল ৭৫তম স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা উত্তোলন করে লালকেল্লায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির ভাষণের পর হেলিকপ্টার থেকে লালকেল্লায় ফুলের পাপড়ি ছড়ানো হবে।


Related articles

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...
Exit mobile version