Wednesday, August 20, 2025
একসময় ছিলেন ভারতীয় ফুটবলের জাতীয় দলের ক্যাপ্টেন (Captain)। মাঝ মাঠের খেলোয়াড়। বল (Ball) তাঁর পায়ে কথা বলবে, সে তো জানা কথাই। সাংসদ হয়েও দিব্যি পায়ে বল রাখতে পারেন প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee)। তবে, “খেলা হবে” স্লোগানটা যে শুধু কথার কথা নয়, তাঁরা খেলতেও পারেন- এই পরিচয় শনিবার আগরতলায় (Agartala) সাংবাদিক বৈঠকের পরে দিলেন তৃণমূলের (Tmc) সাংসদরা। কে কে ছিলেন তালিকায়? ছিলেন নাট্যব্যক্তিত্ব তথা সাংসদ অর্পিতা ঘোষ (Arpita Ghosh) থেকে বিশেষজ্ঞ চিকিৎসক তথা সাংসদ শান্তনু সেন (Santanu Sen), আবিররঞ্জন বিশ্বাস (Abirranjan Biswas) পর্যন্ত সবাই। দিব্যি বল দেওয়া-নেওয়া করে বেশ কিছুক্ষণ গা ঘামান তাঁরা। আর বার্তা দেন, ত্রিপুরায় খেলা হবে।

 

আরও পড়ুন:’আনলক’ রাহুল গান্ধীর টুইটার, এবার তলব ভারতের ফেসবুক প্রধানকে

শুধু খেলা হবে নয়, “ত্রিপুরা জিতবে”। আর তার জন্যেই সেখানে বারবার যাচ্ছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) নিজের ত্রিপুরায় গিয়ে ২০২৩-এর লক্ষ্য স্থির করে দিয়ে এসেছেন। সেখানেই তাঁর প্রতি ত্রিপুরার মানুষের জনসমর্থন দেখে শঙ্কিত শাসকদল বিজেপি (Bjp) । ফলে পুলিশ-প্রশাসনকে কাজে লাগিয়ে রীতিমতো দমন-পীড়ন শুরু করেছে তারা। কিন্তু তৃণমূল (Tmc) যে ভয়ে পিছিয়ে যাবে না বাংলা থেকে শীর্ষ নেতৃত্ব গিয়ে বারবার সেই বার্তাই দিচ্ছেন ত্রিপুরার জোড়াফুল শিবিরের নেতাকর্মীদের। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) নির্দেশে 16 অগাস্ট বাংলা-সহ দেশের অন্যান্য প্রান্তের পাশাপাশি ত্রিপুরাতেও “খেলা হবে” দিবস পালন করবে তৃণমূল। আর তার আগেই শনিবার আগরতলায় সাংবাদিক বৈঠক শেষে ঝলক দেখালেন তৃণমূল সাংসদরা যা দেখে রাজনৈতিক মহলের মত, জিততেই খেলতে নেমেছে তৃণমূল।


Related articles

টার্গেট বিরোধী মুখ্যমন্ত্রীরা! নয়া সংশোধনী বিল আনছে কেন্দ্র

ভোটের ময়দানে পরাস্ত করতে না পেরে এবার ঘুরপথে বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের টার্গেট করতে চলেছে কেন্দ্র সরকার (Central...

ডুরান্ড সেমিতে আজ ডায়মন্ড বাহিনীর অঘটন নাকি লাল-হলুদ মশাল!

বুধের ময়দানে মেগা ম্যাচ। অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) নাকি কিবু ভিকুনা (Kibu Vicuna), যুবভারতীর মাঠ আজ কার দাপট...

কেন্দ্রের তিন সংশোধনী বিলের বিরোধিতায় আজ সকাল দশটায় বৈঠক ইন্ডিয়া ব্লকের

বুধবারই লোকসভায় (Loksabha) তিনটি গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে কেন্দ্র সরকার। আজই কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান...

মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে দু’ঘণ্টা ধরে আটকে ৪০০ যাত্রী!

মঙ্গলের সন্ধ্যায় মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে মাঝপথে থেমে গেল ট্রেন (Mumbai Monorail breaks down)। দু'ঘণ্টা ধরে আটকে রইলেন প্রায়...
Exit mobile version