Tuesday, May 20, 2025
একসময় ছিলেন ভারতীয় ফুটবলের জাতীয় দলের ক্যাপ্টেন (Captain)। মাঝ মাঠের খেলোয়াড়। বল (Ball) তাঁর পায়ে কথা বলবে, সে তো জানা কথাই। সাংসদ হয়েও দিব্যি পায়ে বল রাখতে পারেন প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee)। তবে, “খেলা হবে” স্লোগানটা যে শুধু কথার কথা নয়, তাঁরা খেলতেও পারেন- এই পরিচয় শনিবার আগরতলায় (Agartala) সাংবাদিক বৈঠকের পরে দিলেন তৃণমূলের (Tmc) সাংসদরা। কে কে ছিলেন তালিকায়? ছিলেন নাট্যব্যক্তিত্ব তথা সাংসদ অর্পিতা ঘোষ (Arpita Ghosh) থেকে বিশেষজ্ঞ চিকিৎসক তথা সাংসদ শান্তনু সেন (Santanu Sen), আবিররঞ্জন বিশ্বাস (Abirranjan Biswas) পর্যন্ত সবাই। দিব্যি বল দেওয়া-নেওয়া করে বেশ কিছুক্ষণ গা ঘামান তাঁরা। আর বার্তা দেন, ত্রিপুরায় খেলা হবে।

 

আরও পড়ুন:’আনলক’ রাহুল গান্ধীর টুইটার, এবার তলব ভারতের ফেসবুক প্রধানকে

শুধু খেলা হবে নয়, “ত্রিপুরা জিতবে”। আর তার জন্যেই সেখানে বারবার যাচ্ছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) নিজের ত্রিপুরায় গিয়ে ২০২৩-এর লক্ষ্য স্থির করে দিয়ে এসেছেন। সেখানেই তাঁর প্রতি ত্রিপুরার মানুষের জনসমর্থন দেখে শঙ্কিত শাসকদল বিজেপি (Bjp) । ফলে পুলিশ-প্রশাসনকে কাজে লাগিয়ে রীতিমতো দমন-পীড়ন শুরু করেছে তারা। কিন্তু তৃণমূল (Tmc) যে ভয়ে পিছিয়ে যাবে না বাংলা থেকে শীর্ষ নেতৃত্ব গিয়ে বারবার সেই বার্তাই দিচ্ছেন ত্রিপুরার জোড়াফুল শিবিরের নেতাকর্মীদের। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) নির্দেশে 16 অগাস্ট বাংলা-সহ দেশের অন্যান্য প্রান্তের পাশাপাশি ত্রিপুরাতেও “খেলা হবে” দিবস পালন করবে তৃণমূল। আর তার আগেই শনিবার আগরতলায় সাংবাদিক বৈঠক শেষে ঝলক দেখালেন তৃণমূল সাংসদরা যা দেখে রাজনৈতিক মহলের মত, জিততেই খেলতে নেমেছে তৃণমূল।


Related articles

সৌভিক, জ্যোতির্ময়ীদের হাতে উদ্বোধন ক্রীড়া সাংবাদিক ক্লাবের স্পোর্টস মিউজিয়াম

অভিনব উদ্যোগ ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের(CSJC)। শহরের বুকে নয়, এবার জেলাতে স্পোর্টস মিউজিয়াম(Sports Museum)। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের...

এফডি-তে সুদের হার ফের কমাল এসবিআই!  ক্ষতির মুখে আমানতকারীরা

ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা। ফের একবার সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সর্বশেষ...

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...

এভারেস্ট জয় মনোজ ভার্মার দেহরক্ষী কনস্টেবল লক্ষ্মীকান্তের! শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

পর্বত আরোহণের নতুন দৃষ্টান্ত গড়লেন পশ্চিমবঙ্গ সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল (Lakhsmikanta Mandol)। কলকাতার পুলিশ কমিশনার...
Exit mobile version