প্রয়াত প্রাক্তন ফুটবলার চিন্ময় চট্টোপাধ্যায়

প্রয়াত প্রাক্তন ফুটবলার চিন্ময় চট্টোপাধ্যায়(Chinmoy Chattopadhyay)। রবিবার দুপুরে খড়দহের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যু কালে বয়স হয়েছিল ৬৬ বছর। ইস্টবেঙ্গলের ঘরের ছেলে নামেই পরিচিত ছিলেন চিন্ময় চট্টোপাধ্যায়।

১৯৭৫ সালে একবছর মোহনবাগানে খেলেছেন চিন্ময় চট্টোপাধ্যায়। এরপর ১৯৭৬ থেকে ১৯৮০ পর্যন্ত ইস্টবেঙ্গলে খেলেন এই ডিফেন্ডার। এরপরের বছরই মহামেডান স্পোর্টিং ক্লাবে সই করেন চিন্ময় চট্টোপাধ্যায়। ১৯৮১ সালে মহামেডানের কলকাতা লিগ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। এরপরের বছর ফের লাল-হলুদে যোগ দেন চিন্ময়। ১৯৮৬ পযর্ন্ত ইস্টবেঙ্গলে খেলেন তিনি। এছাড়া ১৯৭৮ সালের এশিয়ান গেমসে ভারতীয় দলের সদস্য ছিলেন চিন্ময় চট্টোপাধ্যায়। বাংলার হয়েও সন্তোষ ট্রফিতেও খেলেছিলেন তিনি। ফুটবলারের পাশাপাশি সহকারী কোচের দায়িত্বও পালন করেছেন চিন্ময় চট্টোপাধ্যায়।প্রদীপ বন্দোপাধ‍্যায়ের সঙ্গেও অনুশীলন করিয়েছিলেন তিনি।

১৯৮১ সালের মহামেডানের কলকাতা লিগজয়ী দলের সদস্য হওয়ায় গত শুক্রবার মহামেডানের জার্সি উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন চিন্ময়।

আরও পড়ুন:প্রয়াত প্রাক্তন জার্মানির ফুটবলার গার্ড মুলার