স্বাধীনতা দিবসের কর্মসূচিতে ত্রিপুরায় গিয়েছিলেন তৃণমূলের দুই সাংসদ দোলা সেন ও অপরূপা পোদ্দার ৷ কিন্তু একবার নয়, একই দিনে দুবার তাঁদের উপর হামলা চালানো হয় ৷ আহত হন দোলা সেনের সচিব ৷ সাংসদের আপ্তসহায়ককে আনা হলো এসএসকেএম-এ। দোলা সেন নিজে এসএসকেএম-এ ছিলেন। কিছুক্ষণ আগে সেখানে যান রাজ্যের পুরো ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। ত্রিপুরায় পরপর হামলার পর কোনও রকম ঝুঁকি না নিয়ে তাঁর আপ্তসহায়ক কে সঙ্গে নিয়ে চিকিৎসার জন্য তড়িঘড়ি কলকাতা ফিরে আসেন দোলা সেন।একই দিনে দু-দুবার তৃণমূল সাংসদদের উপর হামলার ঘটনায় ত্রিপুরাকে “জঙ্গল রাজের” সঙ্গে তুলনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরার মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “জঙ্গলের রাজত্ব শেষ কথা বলবে না, শেষ কথা বলবে ত্রিপুরার মানুষ ।”
