আফগানিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ বাতিল

ভারতের মাটিতেই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতির কারণে এই সিরিজ মাঠে গড়ানো সম্ভব নয়।যে কারণে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এবং অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড – উভয়েই একসঙ্গে ঘোষণা করল সিরিজ বাতিলের ।
অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড থেকেই জানিয়ে দেওয়া হল, তাদের ক্রিকেটাররা আইপিএলের দ্বিতীয় পর্বে অংশ নিতে পারবেন। এ জন্য তাদের সামনে আর কোনও বাধা থাকল না।

আরও পড়ুন- শ্রাবন্তীকে জন্মদিনের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, সৌজন্যে আপ্লুত অভিনেত্রী
দুই বোর্ডের মিলিত সিদ্ধান্তের পর জানানো হয়েছে, ‘আফগান ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়া মিলেই সিদ্ধান্ত নিয়েছে যে সিরিজটি স্থগিত করা হবে। কারণ, ভ্রমণে জটিলতা, কোয়ারেন্টাইন, নতুন ভেন্যু খুঁজে বের করা- এখন এত কম।সময়ের মধ্যে রীতিমত অসম্ভব।

advt 19