Sunday, August 24, 2025

বন্ধ অসামরিক উড়ান, কাবুলে প্রতিষ্ঠা পেতে চলেছে ‘ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান’

Date:

আশরাফ গনি (Ashraf ghani) দেশ ছেড়ে চলে যাওয়ার পর এখন আফগানিস্তান (Afghanistan) পুরোপুরি তালিবানদের (Taliban) হাতে। খুব শীঘ্রই কাবুলে (Kabool) প্রতিষ্ঠা পেতে চলেছে ‘ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান’। কারণ কোনও অন্তর্বর্তী কালীন সরকার নয়। আফগানিস্তানে পুরোপুরি তালিবানি শাসন জারি হোক। এমনটাই চাইছেন তালিবান নেতারা। অর্থাৎ আফগানিস্তানে পুরোপুরি তালিবানি রাজ আজ থেকে শুরু হয়ে গেল । পতন হল আশরাফ গনি সরকারের। আর এই ঘোষণা সরকারিভাবে বিবৃতি দিয়ে জানিয়ে দিল তালিবান নেতারা যে , আর বেশি দেরি নেই অচিরেই মুসলিম আমিরশাহি প্রতিষ্ঠা হবে আফগানিস্তানে।

এদিকে রবিবার মধ্যরাত থেকে কাবুলে সমস্ত রকম অসামরিক বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছ। বিমানবন্দরে শুধুমাত্র সামরিক বিমান চলাচল করতে পারবে । আফগানিস্তানে বসবাসকারী ভারতীয়দের নিয়ে এয়ার ইন্ডিয়ার শেষ বিমান ইতিমধ্যে কাবুল থেকে রওনা হয়ে গিয়েছে। জানা গিয়েছে আমেরিকাও আফগানিস্তানের বসবাসকারী তাদের প্রত্যেক

দূতাবাসকর্মী ও নাগরিককে দেশে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। মার্কিন রাষ্ট্রদূত ইতিমধ্যেই কাবুল থেকে দেশে ফিরে গিয়েছেন। আফগানিস্তান থেকে নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়ে যাচ্ছে সুইজারল্যান্ডসহ পৃথিবীর অন্য রাষ্ট্রগুলিও।

এদিকে রবিবার রাত থেকেই আফগানিস্থানে পুরোপুরি তালিবানি রাজত্ব শুরু হয়ে গিয়েছে । ন্যাটো সূত্রে জানা গিয়েছে রবিবার সারারাত ধরে চারিদিকে ঘন ঘন বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। বহু এলাকা এবং একাধিক রাস্তায় কার্ফু জারি করা হয়েছে । নাগরিকদের ঘরের বাইরে বেরোনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আফগানিস্তানে তালিবানদের প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছে আর রাষ্ট্রসংঘ এবং ন্যাটো। ভারতের বিদেশমন্ত্রকও তালিবানদের গতিবিধির উপরক কড়ানজর রাখছে বলে জানা গিয়েছে।

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version