Saturday, August 23, 2025

আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে আফগানিস্তানের মাটিতে নামল বায়ুসেনার বিমান

Date:

আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে কাবুল পৌঁছল বায়ুসেনার বিমান। সকালে আফগানিস্তানের উড়ানপথ বন্ধ হয়ে যাওয়ায় উড়তে পারেনি এয়ার ইন্ডিয়ার দুটি বিমান। অবশেষে সামরিক বিমানের সাহায্য নেয় ভারত। ইতিমধ্যেই কাবুলে পৌঁছেছে বায়ুসেনার বিশেষ বিমান, সি-১৭ গ্লোবমাস্টার। কেন্দ্রের তরফ থেকে ঘোষণা করা হয় এর পর থেকে আটকে পড়া ভারতীয়দের আনতে আফগানিস্তানে যাবে কেবলমাত্র বায়ুসেনার বিমান। সোমবার সেখানে আটকে পড়া ভারতীয় রাষ্ট্রদুত ছাড়াও আইটিবিপি জওয়ান ,অন্যান্য আধিকারিক ও তাঁদের পরিবারদের ওই বিমানে করে ভারতে আনা হবে বলে জানা গেছে।

আরও পড়ুন: গনির নিরাপত্তারক্ষীদের নিয়ে উজবেকিস্তানে ভেঙে পড়ল আফগান সেনার বিমান
গতকাল তালিবানরা আফগানিস্তান দখলের পর কেন্দ্রের তরফ থেকে ঘোষণা করা হয় সেখানে আটকে পড়া ভারতীয়দের আনতে যাবে এয়ার এন্ডিয়ার দুটি বিমান। কিন্তু সোমবার সকালে সেখানে বিমান গিয়ে পৌঁছলেও আফগানিস্তানের উড়ানপথ বন্ধ করে দেওয়া হয়। এরপর চিন্তায় পড়ে কেন্দ্র। এয়ার ইন্ডিয়া সূত্রের খবরে জানা যায়, ‘‘দুপুর সাড়ে ১২টা নাগাদ একটি বিমান কাবুলের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। সেটি আপাতত বাতিল করা হচ্ছে।’’ কাবুল বিমান বন্দর কর্তৃপক্ষের তরফেও সংবাদ সংস্থাকে জানানো হয়েছে, বিমান বন্দরে প্রচুর মানুষের ভিড় জমেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই উড়ানপথ আপাতত বন্ধ করা হয়েছে।
ইতিমধ্যে আফগানিস্তানের তরফ থেকে সে দেশের বিমানপথ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে আমেরিকার সেনা বাহিনীর সাহায্যে কাবুল বিমানবন্দরে একাধিক দেশের বায়ুসেনার বিমান পৌঁছচ্ছে, উদ্ধার করছে নাগরিকদের।
আফগানিস্তান অসামরিক উড়ান কর্তৃপক্ষের তরফে সকালেই জানানো হয় যে, সমস্ত দেশের উড়ানেরই যেন গতিপথ পরিবর্তন করে নেওয়া হয়। কাবুলের এয়ারস্পেসের নিয়ন্ত্রণ যে কোনও মুহূর্তে হাতছাড়া হতে পারে বলে জানানো হয় প্রশাসনের তরফে। বিমানের গতিবিধিতে নজর রাখার ওয়েবসাইট ফ্লাইট ব়্যাডার ২৪-র তরফেও টুইট করে জানানো হয় যে, শিকাগো থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানের গতিপথ বদলে দেওয়া হয়েছে। বিমানটি আফগানিস্তান এয়ারস্পেসে ঢুকে পড়লেও কিছুক্ষণের মধ্যেই তা আবার বেরিয়ে আসে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version