Tuesday, August 26, 2025

করোনা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। দমবন্ধ করা পরিবেশ থেকে নিজেকে অন্য জগতে নিয়ে যেতে চান অবশ্যই চলে আসতে পারেন সবুজের দেশে। যারা সমুদ্র ভালোবাসেন তারাও ভিড় জমাচ্ছেন দিঘা, পুরী বা দার্জিলিংয়ের দিকে। ক্যুইন অফ হিলস দার্জিলিং বাঙালির বরাবরই প্রিয় ভ্রমণ গন্তব্য। আর পাহাড়ের গা বেয়ে আঁকা-বাকা পথে ধোঁওয়া উড়িয়ে ছুটে যাওয়া টয় ট্রেনের আকর্ষণ তো আমাদের সবারই ।
কিন্তু করোনা আবহে দীর্ঘদিন বন্ধ ছিল টয় ট্রেনের চাকা। একইভাবে করোনার ধাক্কায় রীতিমতো বিপর্যস্ত পাহাড়ের পর্যটন শিল্প। পাহাড় থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন পর্যটকরা। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। ফলে সোমবার সকালে ফের ধোঁওয়া উড়িয়ে ছুটল দার্জিলিংয়ের মূল আকর্ষণ টয় ট্রেন। প্রায় তিনমাস পর শুরু হল টয় ট্রেনের ‘জয় রাইড’।
কিছু দিন আগেও দার্জিলিংয়ে করোনার দাপটে পরিস্থিতি খুবই উদ্বেগজনক ছিল। ফলে জেলা প্রশাসন পর্যটকদের আনাগোনায় বেশকিছু বিধিনিষেধ চালু করেছিলেন । এখনও কিছু শর্ত আছে দার্জিলিংয়ে যাওয়ার, তবে অনেকটাই শিথিল হয়েছে বিধিনিষেধ। তবুও করোনার দুটি ডোজ বা আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট সঙ্গে নিয়েই দার্জিলিং ঘুরতে আসতে পারবেন অনায়াসে।

আরও পড়ুন- আমেরিকানদের ফেরাতে অশান্ত আফগানিস্তানে সেনা পাঠানোর সিদ্ধান্ত বাইডেনের

সোমবার থেকে মোট ৬টি ‘জয় রাইড’ চালু হয়েছে বলে জানিয়েছে রেলকর্তারা। তার মধ্যে ৪টি স্টিম ইঞ্জিন এবং ২টি ডিজেল ইঞ্জিনে চলবে। ঐতিহাসিক স্টিম ইঞ্জিনের জয় রাইডের জন্য খরচ করতে হবে অনেকটাই বেশি। যাত্রীপিছু ভাড়া গুনতে হবে দেড় হাজার টাকা। ডিজেলে তুলনামূলক খরচ কম, যাত্রীপিছু ভাড়া এক হাজার টাকা। জয় রাইড দার্জিলিং থেকে ঘুম হয়ে ফের দার্জিলিংয়ে আসবে টয় ট্রেন। স্বাধীনতা দিবসেই নতুন টাইম টেবিল প্রকাশ করেছে উত্তর পূর্ব সীমান্ত রেলের অধীনে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। রেলের কর্তারা জানিয়েছেন, সম্পূর্ণ কোভিডবিধি মেনেই উঠতে হবে ‘জয় রাইডে’।

 

Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...
Exit mobile version