Friday, November 14, 2025

এক ব্যক্তি এক পদ: তৃণমূলে সাংগঠনিক রদবদল, সরলেন একাধিক মন্ত্রী-সাংসদ

Date:

‘এক ব্যক্তি এক পদ’ নিয়ম চালুর সিদ্ধান্ত আগেই নিয়েছিলেন তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সেই অনুযায়ীই রাজ্য তৃণমূলের সাংগঠনিক স্তরে বড়সড় রদবদল করা হল। পদ থেকে সরলেন একাধিক মন্ত্রী-সাংসদ।

দীর্ঘদিন তৃণমূলের উত্তর ২৪ পরগনার জেলা সভাপতির দায়িত্বে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। এবার তিনি রাজ্যের বনমন্ত্রী। ফলে জেলা সভাপতি পদ থেকে সরানো হয়েছে তাঁকে। একইভাবে বদল করা হয়েছে নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের সভাপতিদের। সৌমেন মহাপাত্র (Soumen Mahapatra) থেকে স্বপন দেবনাথ (Swapan Debnath), পুলক রায় (Pulak Roy) থেকে অরূপ রায়, দিলীপ যাদব, বেচারাম মান্না, মহুয়া মৈত্র (Mahua Moitra) সরেছেন অনেকেই। কোচবিহারের পার্থপ্রতিম রায় (Parthapratim Roy), মেদিনীপুরের অখিল গিরি (Akhil Giri), মালদহের মৌসম বেনজির নূরকেও সরানো হয়েছে। দায়িত্বে এসেছেন অনেক নতুন মুখ।

উত্তর কলকাতা জেলা তৃণমূলের সভাপতি করা হয়েছে বরাহনগরের তৃণমূল বিধায়ক তাপস রায়কে (Tapas Ray)। পার্থ ভৌমিক (Partha Bhoumik) হয়েছেন দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি নৈহাটির বিধায়ক। পূর্ব বর্ধমানের জেলা সভাপতি হয়েছেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। কোচবিহার জেলা তৃণমূলের চেয়ারম্যান হয়েছেন প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ।

তৃণমূল সূত্রের খবর, রদবদল নয়, কাজের সুবিধার জন্য ভাগ করা হয়েছে জেলাগুলিকে। মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনাকে ভাগ করা হয়েছে। চারভাগে ভাগ করা হয়েছে উত্তর ২৪ পরগনাকে।

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version