Wednesday, August 27, 2025

আফগানিস্তানে(Afghanistan) অবস্থিত ভারতীয়রা তো বটেই, তালিবানের(taliwan) দখলে চলে যাওয়া প্রতিবেশী দেশে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে সেখানকার হিন্দু(Hindu) ও শিখ(Sikh) ধর্মাবলম্বী মানুষরা। আফগানিস্তানে তালিবানি হামলায় মৃত্যুর আশঙ্কা করছেন সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা। এই পরিস্থিতিতে এবার সেই সকল মানুষকে আশ্বস্ত করে বিবৃতি জারি করল ভারত সরকার। সোমবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আফগানিস্তানের শিখ ও হিন্দু ধর্মাবলম্বী মানুষরা যদি ভারতে আসতে চান তবে তাদের সমস্ত রকমভাবে সাহায্য করা হবে।

সোমবার এ প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের তরফ জানানো হয়েছে, আফগানিস্থানে শিখ ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে সম্পর্কে রয়েছে সরকার। যারা সেখান থেকে ভারতে চলে আসতে চান তাদের সব দিক থেকে সাহায্য করা হচ্ছে। সোমবার কাবুল থেকে ভারতীয়দের ফেরানোর অপারেশন বন্ধ রয়েছে। যদিও শীঘ্রই তা চালু হয়ে যাবে। এদিকে সোমবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের বিদেশ প্রতিমন্ত্রী মিনাক্ষি লেখি জানান, “ভারত গোটা পৃথিবীতে শান্তি চায়।”

আরও পড়ুন:আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে আফগানিস্তানের মাটিতে নামল বায়ুসেনার বিমান

উল্লেখ্য, বর্তমানে তালিবানের দখলে চলে যাওয়া আফগানিস্থানে অবস্থিত ভারতীয়দের দেশে ফেরাতে ইতিমধ্যেই তৎপরত শুরু করে দিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক। বিগত কয়েক দিন ধরে আফগানিস্তানের পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। যদিও প্রতিবেশী দেশের বর্তমান পরিস্থিতির ওপর কড়া নজরদারি জারি রেখেছে ভারত সরকার। এদিন বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আফগানিস্তানে অবস্থিত ভারতীয়দের জন্য লাগাতার অ্যাডভাইজারি জারি করা হচ্ছে। আটকে থাকা সকলকে ভারতে ফেরাতে বদ্ধপরিকর সরকার।

 

Related articles

আইপিএল থেকেও অবসর নিলেন, বাইশ গজকে এখনই বিদায় জানাচ্ছেন না অশ্বিন

গত বছরের ডিসেম্বরে বর্ডার-গাভাসকার ট্রফি চলাকালীন টেস্ট(test) ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin )। একদিনের(ODI) ও...

গণেশ চতুর্থীর সকালে খাঁড়া হাতে আগুন জ্বালালেন ‘রঘু রাজা’ দেব

পুজোয় সিনেপর্দা কাঁপাতে দোর্দণ্ডপ্রতাপ রঘু ডাকাতের (Raghu Dakat) আগমন সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু অনুরাগীদের কাছে নয়া মেজাজে ধরা...

মুখ পুড়ল বিরোধীদের, পুজো অনুদানে বাধা নেই জানালো হাইকোর্ট

বাংলায় দুর্গাপুজো অনুদান (Durga Puja grant) নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...
Exit mobile version