Monday, November 10, 2025

আফগান হিন্দু ও শিখদের ভারতে আসতে সাহায্যের আশ্বাস দিল সরকার

Date:

আফগানিস্তানে(Afghanistan) অবস্থিত ভারতীয়রা তো বটেই, তালিবানের(taliwan) দখলে চলে যাওয়া প্রতিবেশী দেশে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে সেখানকার হিন্দু(Hindu) ও শিখ(Sikh) ধর্মাবলম্বী মানুষরা। আফগানিস্তানে তালিবানি হামলায় মৃত্যুর আশঙ্কা করছেন সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা। এই পরিস্থিতিতে এবার সেই সকল মানুষকে আশ্বস্ত করে বিবৃতি জারি করল ভারত সরকার। সোমবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আফগানিস্তানের শিখ ও হিন্দু ধর্মাবলম্বী মানুষরা যদি ভারতে আসতে চান তবে তাদের সমস্ত রকমভাবে সাহায্য করা হবে।

সোমবার এ প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের তরফ জানানো হয়েছে, আফগানিস্থানে শিখ ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে সম্পর্কে রয়েছে সরকার। যারা সেখান থেকে ভারতে চলে আসতে চান তাদের সব দিক থেকে সাহায্য করা হচ্ছে। সোমবার কাবুল থেকে ভারতীয়দের ফেরানোর অপারেশন বন্ধ রয়েছে। যদিও শীঘ্রই তা চালু হয়ে যাবে। এদিকে সোমবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের বিদেশ প্রতিমন্ত্রী মিনাক্ষি লেখি জানান, “ভারত গোটা পৃথিবীতে শান্তি চায়।”

আরও পড়ুন:আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে আফগানিস্তানের মাটিতে নামল বায়ুসেনার বিমান

উল্লেখ্য, বর্তমানে তালিবানের দখলে চলে যাওয়া আফগানিস্থানে অবস্থিত ভারতীয়দের দেশে ফেরাতে ইতিমধ্যেই তৎপরত শুরু করে দিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক। বিগত কয়েক দিন ধরে আফগানিস্তানের পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। যদিও প্রতিবেশী দেশের বর্তমান পরিস্থিতির ওপর কড়া নজরদারি জারি রেখেছে ভারত সরকার। এদিন বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আফগানিস্তানে অবস্থিত ভারতীয়দের জন্য লাগাতার অ্যাডভাইজারি জারি করা হচ্ছে। আটকে থাকা সকলকে ভারতে ফেরাতে বদ্ধপরিকর সরকার।

 

Related articles

রাজ্যের গ্রামে পৌঁছচ্ছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ...

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...

লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের গেটে ভয়াবহ বিস্ফোরণ, রাজধানী জুড়ে জারি হাই অ্যালার্ট

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লির (Delhi) লালকেল্লা চত্বর। লালকেল্লা (Red Fort) কাছে মেট্রো স্টেশনের ১ নম্বর কাছে দাঁড়িয়ে...
Exit mobile version