আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে আফগানিস্তানের মাটিতে নামল বায়ুসেনার বিমান

আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে কাবুল পৌঁছল বায়ুসেনার বিমান। সকালে আফগানিস্তানের উড়ানপথ বন্ধ হয়ে যাওয়ায় উড়তে পারেনি এয়ার ইন্ডিয়ার দুটি বিমান। অবশেষে সামরিক বিমানের সাহায্য নেয় ভারত। ইতিমধ্যেই কাবুলে পৌঁছেছে বায়ুসেনার বিশেষ বিমান, সি-১৭ গ্লোবমাস্টার। কেন্দ্রের তরফ থেকে ঘোষণা করা হয় এর পর থেকে আটকে পড়া ভারতীয়দের আনতে আফগানিস্তানে যাবে কেবলমাত্র বায়ুসেনার বিমান। সোমবার সেখানে আটকে পড়া ভারতীয় রাষ্ট্রদুত ছাড়াও আইটিবিপি জওয়ান ,অন্যান্য আধিকারিক ও তাঁদের পরিবারদের ওই বিমানে করে ভারতে আনা হবে বলে জানা গেছে।

আরও পড়ুন: গনির নিরাপত্তারক্ষীদের নিয়ে উজবেকিস্তানে ভেঙে পড়ল আফগান সেনার বিমান
গতকাল তালিবানরা আফগানিস্তান দখলের পর কেন্দ্রের তরফ থেকে ঘোষণা করা হয় সেখানে আটকে পড়া ভারতীয়দের আনতে যাবে এয়ার এন্ডিয়ার দুটি বিমান। কিন্তু সোমবার সকালে সেখানে বিমান গিয়ে পৌঁছলেও আফগানিস্তানের উড়ানপথ বন্ধ করে দেওয়া হয়। এরপর চিন্তায় পড়ে কেন্দ্র। এয়ার ইন্ডিয়া সূত্রের খবরে জানা যায়, ‘‘দুপুর সাড়ে ১২টা নাগাদ একটি বিমান কাবুলের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। সেটি আপাতত বাতিল করা হচ্ছে।’’ কাবুল বিমান বন্দর কর্তৃপক্ষের তরফেও সংবাদ সংস্থাকে জানানো হয়েছে, বিমান বন্দরে প্রচুর মানুষের ভিড় জমেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই উড়ানপথ আপাতত বন্ধ করা হয়েছে।
ইতিমধ্যে আফগানিস্তানের তরফ থেকে সে দেশের বিমানপথ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে আমেরিকার সেনা বাহিনীর সাহায্যে কাবুল বিমানবন্দরে একাধিক দেশের বায়ুসেনার বিমান পৌঁছচ্ছে, উদ্ধার করছে নাগরিকদের।
আফগানিস্তান অসামরিক উড়ান কর্তৃপক্ষের তরফে সকালেই জানানো হয় যে, সমস্ত দেশের উড়ানেরই যেন গতিপথ পরিবর্তন করে নেওয়া হয়। কাবুলের এয়ারস্পেসের নিয়ন্ত্রণ যে কোনও মুহূর্তে হাতছাড়া হতে পারে বলে জানানো হয় প্রশাসনের তরফে। বিমানের গতিবিধিতে নজর রাখার ওয়েবসাইট ফ্লাইট ব়্যাডার ২৪-র তরফেও টুইট করে জানানো হয় যে, শিকাগো থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানের গতিপথ বদলে দেওয়া হয়েছে। বিমানটি আফগানিস্তান এয়ারস্পেসে ঢুকে পড়লেও কিছুক্ষণের মধ্যেই তা আবার বেরিয়ে আসে।