Sunday, August 24, 2025

এ শুধু খেলার দিন! উত্তর থেকে দক্ষিণ, রাজ্য আজ ক্রীড়াপ্রেমীদের দখলে

Date:

এই প্রথম রাজ্যজুড়ে পালিত হলো “খেলা হবে” দিবস। যা ভারতের খেলাধুলার ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। বাংলা ছাড়া আর কোনও রাজ্যে শুধুমাত্র খেলার জন্য নির্দিষ্ট কোনও দিন নেই। যেটা সাফল্যের সঙ্গে করে দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং নিবিড় সাড়া পেলেন।

পাহাড় থেকে জঙ্গল, সাগর থেকে শহর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পালিত হলো খেলা হবে দিবস।
তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উত্তরবঙ্গ জুড়েই সাড়ম্বর পালিত হল ‘খেলা হবে দিবস’। এই দিন গোটা শিলিগুড়িতে কার্যত ছিল এক উত্সবের পরিবেশ। শহর জুড়ে বিভিন্ন এলাকায় ৫০টিরও বেশি জায়গায় ফুটবল খেলার অায়োজন করা হয়। খেলা দিবস-এর বড় বড় পোস্টার ও হোর্ডিংয়ে ছেয়ে গেছে শহর। শহরের খেলাপ্রেমীদের উত্সাহ ছিল দেখার মতো। সকাল থেকে সন্ধে দর্শকেরা ছুটে বেড়ালেন এ-মাঠ থেকে সে-মাঠ। যেন এক নতুন উত্সবে মেতেছে শহর। সকাল ৭টা থেকে শুরু হয়ে যায় বিভিন্ন খেলা।

এর মাঝে নজরকাড়া খেলা হয়েছে হাসখোয়া চা-বাগানে মহিলা ফুটবল টিমের সম্প্রীতি ম্যাচ। সোমবার সকালে ঘুঘুমালি স্কুলমাঠে সবুজসাথীর সাইকেল রেশ শুরু হয়, উদ্বোধন করেন পুর চেয়ারম্যান গৌতম দেব। এরপর শিলিগুড়ির সমস্ত কলেজের প্রাক্তনীদের নিয়ে উপনগরী উত্তরায়ণের মাঠে বেলা ১০টায় শুরু হয় ফুটবল ম্যাচ। গৌতম দেব, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রঞ্জন সরকার ও দলের কর্মিগণের উপস্থিতিতে খেলার উদ্বোধন হয়। শিলিগুড়ি পুরসভার উদ্যোগে তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের মাঠে ৮টি দলের ফুটবল প্রতিযোগিতা শুরু হয় বেলা সাড়ে দশটায়।

এরপর শ্রীগুরু বিদ্যামন্দির মাঠ ৪৬ নম্বর ওয়ার্ডে, যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ৪৭ নম্বর ওয়ার্ড-সহ শহরের ৫০টির বেশি ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হয়। বেলা তিনটের পর থেকে শুরু হয় পুরস্কার বিতরণ। প্রথমে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে রাজ্য যুব কল্যাণ দফতরের পক্ষে পুরস্কার বিতরণ করা হয়। এরপর তরাই স্কুলমাঠে শিলিগুড়ির সমস্ত ক্লাবকে ফুটবল বিতরণ করা হয় ও সেখানে ফ্রেন্ডশিপ ম্যাচের পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়াও মহকুমার নকশালবাড়ি, মাটিগাড়া, ফুলবাড়ি-সহ বিভিন্ন ব্লকেও সম্প্রীতি ফুটবল ম্যাচ আয়োজিত হল খেলা দিবস। শহর মাতল এক অনন্য খেলার আনন্দে। দার্জিলিঙের মিরিকে সাব ডিভিসনাল অফিস ও জিটিএ ইয়ুথ ওয়েলফেয়ার বিভাগের উদ্যোগে ধুমধামের সঙ্গে পালিত হল খেলা হবে দিবস। ছিলেন মিরিক পুর চেয়ারম্যান এল বি রাই। অন্য এক অনুষ্ঠানে ছিলেন পুনম বিশ্ব, শ্যাম প্রধান, কেসং লামা, সুদীপ্ত দেবনাথ প্রমুখ।

 

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version