Tuesday, November 4, 2025

শিল্পায়নে গতি আনতে নতুন বোর্ড গঠন, সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভায়: জানালেন শিল্পমন্ত্রী

Date:

রাজ্যে শিল্পায়নে আনতে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নয়া সিদ্ধান্ত গৃহীত হল। নতুন বোর্ড গঠন করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) সভাপতিত্বে গঠিত এই ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ড শিল্পক্ষেত্রে বিদ্যুৎ,জল সরবরাহ সহ বিভিন্ন সমস্যা খতিয়ে দেখে বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয়ের মাধ্যমে তৎপরতার সঙ্গে তার সমাধান করবে। সোমবার নবান্নের (Nabanna) রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই কমিটি গঠনের সিদ্ধান্ত অনুমোদিত হয়। শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) একথা জানান। তিনি বলেন, রাজ্য সরকার শিল্পায়নের লক্ষ্যে ‘ওয়ান উইন্ডো’ ব্যবস্থা চালু করলেও বিদ্যুৎ জমি ইত্যাদি নানা রকম সমস্যার জন্য তার গতি ব্যাহত হচ্ছে। সেই কারণেই মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে ভূমি বিদ্যুৎ থেকে শুরু করে সংশ্লিষ্ট সব দফতরকে শামিল করা হয়েছে।

মুখ্যমন্ত্রী ছাড়াও ওই কমিটিতে শিল্পমন্ত্রী এবং আরও পাঁচটি দফতরের মন্ত্রী এবং ৮ দফতরের সচিব থাকছেন বলে জানান পার্থ চট্টোপাধ্যায়। এছাড়া ডবলুবিআইডিসি এবং ডব্লিউবি আইআইডিসি- র চেয়ারম্যানরা সদস্য হিসেবে থাকবেন। ওই কমিটির আহ্বায়ক হবেন শিল্পসচিব।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version