Tuesday, May 20, 2025

ছুরির আঘাতে আহত তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যু হল আজ। তৃণমূল কংগ্রেসের অভিযোগ গত রাতে বিজেপি এই হামলা চালিয়েছে৷ পুলিশ জানিয়েছে মৃত তৃণমূল কংগ্রেস কর্মীর নাম বক্কজ মিঞা (৪৫)৷ তিনি খারিজা ফুলেশ্বরী গ্রামের বাসিন্দা ছিলেন৷ কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার বলেন ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

গত রাতে কোতোয়ালি থানার দেউয়ের হাট বাজারে তৃণমূল কংগ্রেস কর্মীরা বসেছিলেন। সেসময় বাজারে বিজেপি কর্মীরা দল বেধে হামলা করে বলে অভিযোগ। বাজারে ব্যাপক বোমাবাজি করার অভিযোগ উঠেছে৷ তখন বাজারে বসেছিলেন বক্কজভ নামে এই তৃণমূল কংগ্রেস কর্মী। তাকে পেছন থেকে ওই অভিযুক্তরা ছুরি দিয়ে আঘাত করে বলে অভিযোগ। রাতেই রক্তাক্ত অবস্থায় তাকে কোচবিহার এম জে এন হাসপাতাল মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। আজ তাকে মৃত বলে জানিয়ে দেয় চিকিতসকরা। মৃতের আত্মীয় আইনুল হোসেন বলেন, যারা হামলা করেছে তারা মুলত সমাজবিরোধী। তারা কখনও বামফ্রন্ট কখনো বিজেপি দলের সাথে থাকে৷ মৃত তৃণমূল কংগ্রেস কর্মীকে শেষ শ্রদ্ধা জানান দলের শহর ব্লক কমিটির সভাপতি অভিজিত দে ভৌমিক। তিনি বলেন বক্কজ মিঞা দলের সক্রিয় কর্মী ছিলেন। মৃত কর্মীর পরিবারের পাশে থাকবে দল। পুলিশকে অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। যদিও এই এলাকার বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দের দাবি বিজেপি এই ঘটনার সাথে জড়িত নয়৷ তৃণমূল কংগ্রেস মিথ্যা অভিযোগ করেছে।

 

Related articles

‘অপারেশন সিন্দুর’ নিয়ে সর্বভারতীয় প্রতিনিধি দলে অভিষেক, মনোনীত করলেন তৃণমূল সভানেত্রী

মাদার পার্টিকে না জানিয়েই প্রতিনিধি বেছেছে কেন্দ্র। পাক বিরোধী প্রচারে ৩২ দেশে যাওয়ার জন্য সাংসদ ও আধিকারিক প্রতিনিধি...

ওয়াঘা সীমান্তে শুরু হচ্ছে বিটিং দ্য রিট্রিট: মিলবে না দুপক্ষের হাত

পাকিস্তানের সঙ্গে চূড়ান্ত অশান্তির আবহে ভারত-পাকিস্তান সীমান্তে পঞ্জাবের তিন জায়গায় বন্ধ রাখা হয়েছিল দুতরফের সেনা সৌজন্যের বিটিং দ্য...

উত্তরপ্রদেশে রেললাইনে কাঠের গুঁড়ি ফেলে নাশকতার ছক! অল্পের জন্য রক্ষা রাজধানী এক্সপ্রেসের

রেললাইনের উপর কাঠের গুঁড়ি ফেলে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা উত্তরপ্রদেশে, চালকের তৎপরতায় রক্ষা পেল রাজধানী (Rajdhani Express) ও কাঠগোদাম...

দক্ষিণবঙ্গের ৭ জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস, এখনই কমবে না গরম

নির্ধারিত সময়েই রাজ্যে বর্ষা ঢুকবে। তবে প্রাক বর্ষায় রাজ্যের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের ৭ জেলায়...
Exit mobile version