Friday, November 14, 2025

মমতা-অভিষেক জুটি আগামী দিনে কীভাবে এগোয় দেখুন: মন্তব্য আপ্লুত সুস্মিতার

Date:

হাত ছেড়ে জোড়া ফুলে যোগ দিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল (Tmc ) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) ভূয়সী প্রশংসা করলেন সন্তোষমোহন দেবের কন্যা সুস্মিতা দেব (Sushmita Dev)। কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে সোমবারই তৃণমূলে যোগ দেন তিনি। মঙ্গলবার, দিল্লিতে সাংবাদিক বৈঠকে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জুটি আগামী দিনে কীভাবে এগোয় সেটা দেখতে থাকুন”। এদিন সুস্মিতার সঙ্গে সাংবাদিক বৈঠকে ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brian)। সুস্মিতা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর অনুপ্রেরণা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সম্মান দিয়েছেন, তাতে তিনি আপ্লুত বলেও জানান সুস্মিতা দেব।

একই সঙ্গে তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীর যুগলবন্দি আগামী দিনে বিরোধীদের পথ দেখাবে।

আরও পড়ুন- সংবর্ধনা অনুষ্ঠানের মাঝেই অসুস্থ নীরজ চোপড়া, ভর্তি হাসপাতালে

সুস্মিতা জানান, তাঁর বাবার সঙ্গে তৃণমূলনেত্রীর সম্পর্ক অত্যন্ত মধুর ছিল। ২০০৬ সালে মমতার ২৬ দিন ধরে টানা অনশন তাঁর মনকে প্রভাবিত করেছিল। দল ছাড়ার জন্য কংগ্রেসের (Congress) নেতৃত্বের প্রতি কোনো ক্ষোভ প্রকাশ করেনি সুস্মিতা। উল্টে তিনি বলেন, কংগ্রেস কাজ করার সুযোগ দিয়েছে সেজন্য তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে সুস্মিতার আশা, “সনিয়া গান্ধীর (Sonia Gandhi) আশীর্বাদ আমার সঙ্গে থাকবে”।

আরও পড়ুন- নরেন্দ্র মোদির উপহারের ৩১টি অ্যাম্বুলেন্স হস্তান্তর করলো ভারত

আগামী দুই সপ্তাহ সুস্মিতা অসম এবং ত্রিপুরার তৃণমূলের কর্মসূচিতে যোগ দেবেন বলে জানান ডেরেক ও’ব্রায়েন।

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version