Thursday, August 28, 2025

পেগাসাস মামলায় কেন্দ্রকে সুপ্রিম নোটিশ, জাতীয় সুরক্ষার স্বার্থে পেগাসাস ব্যবহৃত: তুষার মেহতা

Date:

পেগাসাস (Pegasus) মামলায় কেন্দ্রীয় সরকারকে নোটিশ দিল শীর্ষ আদালত। মঙ্গলবার, আদালতে কেন্দ্র জানায়, জাতীয় নিরাপত্তার স্বার্থে সব তথ্য জনসমক্ষে আনা সম্ভব নয়। সলিসিটর জেনারেল তুষার মেহতা (Tushar Meheta) আদালতে জানান, *জাতীয় সুরক্ষার কারণে পেগাসাসের মতো সফটঅয়্যারের ব্যবহার করতেই হয়। তবে, সাধারণ ক্ষেত্রে প্রয়োগ হয় না।* ১০ দিন পর ফের এই মামলার শুনানি।

সুপ্রিম কোর্টে সলিসিটার জেনারেল তুষার মেহতা মেনে নেন, জাতীয় সুরক্ষায় পেগাসাসের মতো সফটওয়ারের (Software) ব্যবহার করতে হয়।

 

সুপ্রিম কোর্টের (Supreme Court) তরফে তুষার মেহতাকে বলা হয়, রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনও তথ্য তাদের থেকে চাওয়া হচ্ছে না।কারণ সলিসিটর জেনারেলের মন্তব্য ছিল, পেগাসাসের মতো সফটওয়্যার সরকার কিনেছে কি না সে বিষয়টি প্রকাশ্যে আনলে জাতীয় সুরক্ষা বিঘ্নিত হবে। কিন্তু প্রস্তাবিত টেকনিক্যাল কমিটির সামনে তথ্য তুলে ধরতে কেন্দ্রের কোনও আপত্তি নেই।

 

সোমবারই প্রধান বিচারপতি এন ভি রামানা দুটি বিষয় জানতে চান। সরকার পেগাসাস ব্যবহার করেছে কি না যে কমিটি গঠন করা হবে, তাদের তদন্তের এক্তিয়ার কত দূর? সোমবারের শুনানিতে আদালতকে কেন্দ্রীয় সরকারের তরফে হলফনামা জমা দিয়ে জানানো হয়, বিশেষজ্ঞ কমিটি গড়ে পেগাসাস বিতর্কে তদন্ত করতে রাজি কেন্দ্র। সে ক্ষেত্রে যাবতীয় অভিযোগ খতিয়ে দেখবে ওই কমিটি। সলিসিটর জেনারেলের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, “মামলাকারীরা জানতে চান সরকার পেগাসাস ব্যবহার করেছিল কি না। যদি তা না হয়ে থাকে তাহলে অন্য কেউ এই সফটওয়্যার ব্যবহার করেছে কি না? বিষয়টি হলফনামা দিয়ে জানাতে অসুবিধা কোথায়?” উত্তরে তুষার মেহতা জানান, পেগাসাস মামলা বেশি প্রকাশ্যে এলে জাতীয় সুরক্ষায় প্রভাব পড়বে”। তিনি আদালতকে জানান, কেন্দ্র কমিটি তৈরি করতে প্রস্তুত।

 

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version