আজ থেকে খুলে গেল বেলুড় মঠ , শর্ত, ভ্যাকসিনের দুটি ডোজ না নিলে প্রবেশ নিষিদ্ধ

আজ থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল বেলুড় মঠের (Belur Math) দরজা। তবে শর্ত, ভ্যাকসিন এর দুটি ডোজ (Vaccine dose) না নেওয়া থাকলে প্রবেশ নিষেধ । অথবা ৭২ ঘন্টা আগে করালো কোভিড নেগেটিভ রিপোর্ট (covid negative report) দেখাতে হবে। এছাড়া অন্যান্য করোনা বিধি তো মানতেই হবে । স্যানিটাইজার ও মাস্ক এর সঠিক ব্যবহার করতেই হবে । এছাড়াও এই দুটি শর্তের মধ্যে যেকোনো একটি মানতেই হবে । বেলুড় মঠ কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছে । জানানো হয়েছে যেহেতু তৃতীয় ঢেউ আসার সম্ভাবনা খুবই প্রবল । তাই বেলুড়মঠে ঘুরতে আসতে হলে করোনা বিধি কঠোরভাবে মেনে চলতে হবে।

 

এদিকে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের পর আজ ১৮ অগাস্ট বুধবার সকালে তৃতীয়বারের জন্য খুলল বেলুড় মঠ (Belur Math)। স্বাভাবিকভাবেই মঠের ভক্ত ও দর্শনার্থীরা এই সিদ্ধান্তে খুবই খুশি গতবছর বছর কোভিডের সংক্রমণ বাড়তে শুরু করলে ২৫ মার্চ ২০২০ প্রথম বন্ধ করা হয় বেলুড় মঠ। এরপর ১৫ জুন ২০২০ থেকে খোলা ছিল মঠ। কিন্তু ফের সংক্রমণের বাড়াবাড়িতে গত বছর ১ আগস্ট তা বন্ধ করে দেওয়া হয়। এরপর বন্ধই ছিল মঠ। আবারও বেলুড় মঠ খোলা হয় ১০ ফেব্রুয়ারি। কিন্তু কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়লে এ বছর ২২ এপ্রিল ফের বন্ধ করা হয় মঠ।

advt 19

Previous article‘ভারতীয় হকি দলকে আরও ১০ বছর স্পনসর করবে ওড়িশা সরকার’: নবীন পট্টনায়ক
Next articleপর্নকাণ্ডে জামিন পেলেন রাজ কুন্দ্রা