মানবিক মারিয়া আন্দ্রেচিক, শিশুর চিকিৎসার জন‍্য অলিম্পিক্সের পদক নিলামে তুললেন তিনি

0
1

খেলাধুলা কথাটির সঙ্গে জড়িত মানবিকতা। আজকের দিনে দাঁড়িয়ে যেখানে হিংসা, কূটনীতিতে জর্জরিত সমাজ, সেখানে খেলাধুলার মাধ্যমে এক মানবিক রূপের দেখা মিলল মারিয়া আন্দ্রেচিকের(maria andrejczyk)মাধ্যমে।

সদ‍্য টোকিও অলিম্পিক্সে ( Tokyo Olympics) জ্যাভেলিন থ্রোয়ে রুপোর পদক জিতেছেন মারিয়া আন্দ্রেচিক। এবার এক সেই পদক বিক্রি করে দিলেন তিনি। অবাক হলেই সত‍্যি। শুধুমাত্র এক শিশুকে বাঁচানোর জন্যই এই সিদ্ধান্ত নিলেন তিনি।

ফেসবুকে মারিয়া লেখেন,” আট মাসের একটি শিশুকে বাঁচতে অর্থদান করতে চাই। সেই শিশুর হৃদপিণ্ডে অস্ত্রোপচারের প্রয়োজন। সেই জন‍্য বিপুল অর্থের প্রয়োজন। আর তাই সিদ্ধান্ত নেই নিজের রুপোর পদক নিলামে দেওয়ার।

সোমবার সেই পদক নিলামে জেতেন সে দেশেরই এক নাগরিক। যার জেরে তহবিলের লক্ষ্যের প্রায় অর্ধেক, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১ কোটি ৪৩ লক্ষ টাকা পেয়েছেন মারিয়া। যা তুলে দিয়েছেন ওই শিশুর অস্ত্রোপচারের জন‍্য।

আরও পড়ুন:বিরাটের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন সচিন তেন্ডুলকর