২৪ আগস্ট থেকে শুরু হচ্ছে টোকিও প্যারালিম্পিক্স( tokyo paralympics )। তার আগে বুধবার টোকিও পৌঁছাল ভারতের প্রথম প্যারালিম্পিক্সের দল।
টোকিও প্যারালিম্পিক্সে ৯ টি ক্রীড়া বিভাগে মোট ৫৪ জন প্যারা-অ্যাথলিট রিপ্রেজেন্ট করবে ভারতকে। এদিন টোকিও প্যারালিম্পিক্সে ভারতীয় ক্রীড়বিদের উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন,” পদক জয়ের বাড়তি চাপ নিতে না। নিজের একশো শতাংশ দাও। নিজেরা নিজেদের সেরা পারফরম্যান্স করো।”
আরও পড়ুন:এএফসি কাপে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ২-০ গোলে জয় এটিকে মোহনবাগানের