Monday, November 10, 2025

আফগানিস্তানে আটকে বাংলার কমপক্ষে ২০০ জন, ফেরাতে চিঠি কেন্দ্রকে: মুখ্যমন্ত্রী

Date:

তালিবান গ্রাসে প্রায় গোটা আফগানিস্তান। একাধিক দেশের মানুষ সেখানে কাজের সূত্রে গিয়ে আটকে পড়েছেন। তেমনই বাংলার প্রায় ২০০ জন আটকে পড়েছেন আফগানিস্তানে বলে খবর। তাঁদের নিরাপদে দেশে ফেরত আনার ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে চলেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-এএফসি কাপে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ২-০ গোলে জয় এটিকে মোহনবাগানের

আজ নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কালিম্পং ও তরাই এলাকায় প্রায় ২০০ জন আফগানিস্তানে আটকে পড়েছেন। আফগানিস্তানে তাঁরা কাজের সূত্রে গিয়েছিলেন। এদিন মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আফগানিস্তানে পশ্চিমবঙ্গের আটকে পড়া বাসিন্দাদের ফিরিয়ে আনার জন্য মুখ্যসচিব বিদেশমন্ত্রককে চিঠি লিখবেন।

বুধবার আফগানিস্তানে চলতি সংকটকে বড়সড় সমস্যা আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়,”আমাদের প্রথমে সেখানে আটক ভারতীয়দের ফেরত আনার বিষয়টি গুরুত্ব দিতে হবে।” আফগানিস্তানের চলতি সংকটের পরিপ্রেক্ষিতে মোদি সরকারের অভিবাসন নীতির পর্যালোচনা করা উচিত কিনা, এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেছেন, এটা খুবই স্পর্শকাতর বিষয় ও বড়সড় নীতিগত সিদ্ধান্ত। বিদেশমন্ত্রক আফগানিস্তানের সংকটজনক পরিস্থিতির দিকে নজর রাখছে। এখন এ ব্যাপারে তিনি কোনও মন্তব্য করবেন না।

আরও পড়ুন-‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর জন্য হুড়োহড়ি নয়, যোগ্য হলে সবাই পাবেন: মমতা

আফগানিস্তানে তালিবানি দখলদারির পর থেকেই ভয়ঙ্কর সব ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। কাবুল বিমানবন্দরের রোমহর্ষক ছবি উদ্বেগে রেখেছে গোটা বিশ্বকে। এমন পরিস্থিতিতে দার্জিলিং জেলার বহু মানুষ বহুজাতিক কোম্পানিতে চাকরির সূত্রে কাবুলে আছেন। এতদিন ভালোই ছিলেন। এবার তালিবানি আগ্রাসন শুরু হতেই তাঁরা দেশে ফিরতে চেয়েও পারছেন না। ফলে তাঁদের পরিবার-পরিজন উদ্বেগ ও চিন্তায় অস্থির। এই অবস্থায় জেলাশাসক এস পুনমবলম স্বয়ং তত্পরতার সঙ্গে খোঁজখবর নিচ্ছেন পরিবারগুলির। দিয়েছেন পাশে থাকার বার্তা। জেলা প্রশাসনের তরফে বিভিন্ন এলাকায় কতজন কাবুল বা আফগানিস্তানের বিভিন্ন জায়গায় রয়েছেন, তার তথ্য জোগাড় করার কাজ শুরু হয়েছে। তাঁদের ফিরিয়ে আনার মরিয়া চেষ্টা চালানো হচ্ছে।

 

Related articles

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...

রাজ্যের গ্রামে পৌঁছচ্ছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ...

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...
Exit mobile version