Friday, November 7, 2025

সুনন্দা পুস্কর মৃত্যু মামলায়  অব্যাহতি পেলেন কংগ্রেস নেতা শশী থারুর

Date:

স্ত্রী সুনন্দা পুস্করের (Sunanda Pushkar) অস্বাভাবিক (Unnatural Death) মৃত্যু মামলায় সাত বছর পর পুরোপুরি অব্যাহতি পেলেন কংগ্রেস সাংসদ শশী থারুর (Congress MP Shashi Tharoor)। বুধবার দিল্লি আদালত (Delhi Court) এই মামলা থেকে শশী থারুরকে অব্যাহতি দেয়।দিল্লি পুলিশ শশী থারুরের বিরুদ্ধে স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা ও স্ত্রীর প্রতি মানসিক নির্যাতনের অভিযোগ আনে। তবে এ দিন আদালতের তরফে শশী থারুরের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে।আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ থেকে অব্যাহতি পেয়ে কংগ্রেস নেতা শশী থারুর আদালতকে ধন্যবাদ জানিয়ে বলেছেন ” অশেষ ধন্যবাদ। সাড়ে সাত বছর ধরে অবর্ণনীয় অত্যাচার থেকে মুক্তি পেলাম। দেশের বিচার ব্যবস্থার উপর ভরসা ছিল। এ বার সুনন্দার জন্য শোক পালন করতে পারব।”

২০১৪-র ১৭ জানুয়ারি দিল্লির একটি অভিজাত হোটেল থেকে কংগ্রেস সাংসদ শশী থারুরের স্ত্রী সুনন্দা পুস্করের দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তে সুনন্দার পাকস্থলীতে বিষ মেলে। এরপরই অভিযোগের তির ওঠে কংগ্রেস সাংসদ শশী থারুরের বিরুদ্ধে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ভিসেরার নমুনা পাঠানো হয়। পাকস্থলী, প্লীহা, যকৃৎ ও মূত্রের নমুনা পরীক্ষা করে ন’মাস পরে রিপোর্ট আসে । সেই রিপোর্টে জানা যায়, নমুনা হিসাবে পাঠানো প্রত্যেকটি দেহাংশেই বিষের উপস্থিতি মিলেছে। সুতরাং বিষক্রিয়ার কারণেই অস্বাভাবিক মৃত্যু হয়েছিল সুনন্দা পুস্করের ।

 

এরপর দিল্লি পুলিশের অভিযোগের ভিত্তিতে আদালতের তরফে একটি বিশেষ তদন্তকারী দল গঠন ও তদন্তের নির্দেশ দেওয়া হয়। তিন হাজার পাতার চার্জশিটে সেই তদন্তকারী দলের তরফে জানানো হয়, স্বামী হিসাবে শশী থারুর অবহেলা করতেন সুনন্দা পুস্করকে। সেই অবহেলা সহ্য না করতে পেরে অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি। নিয়মিত অ্যালপ্রাক্স নামক একটি ওষুধও খেতেন।

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version