Wednesday, May 14, 2025

সুনন্দা পুস্কর মৃত্যু মামলায়  অব্যাহতি পেলেন কংগ্রেস নেতা শশী থারুর

Date:

স্ত্রী সুনন্দা পুস্করের (Sunanda Pushkar) অস্বাভাবিক (Unnatural Death) মৃত্যু মামলায় সাত বছর পর পুরোপুরি অব্যাহতি পেলেন কংগ্রেস সাংসদ শশী থারুর (Congress MP Shashi Tharoor)। বুধবার দিল্লি আদালত (Delhi Court) এই মামলা থেকে শশী থারুরকে অব্যাহতি দেয়।দিল্লি পুলিশ শশী থারুরের বিরুদ্ধে স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা ও স্ত্রীর প্রতি মানসিক নির্যাতনের অভিযোগ আনে। তবে এ দিন আদালতের তরফে শশী থারুরের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে।আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ থেকে অব্যাহতি পেয়ে কংগ্রেস নেতা শশী থারুর আদালতকে ধন্যবাদ জানিয়ে বলেছেন ” অশেষ ধন্যবাদ। সাড়ে সাত বছর ধরে অবর্ণনীয় অত্যাচার থেকে মুক্তি পেলাম। দেশের বিচার ব্যবস্থার উপর ভরসা ছিল। এ বার সুনন্দার জন্য শোক পালন করতে পারব।”

২০১৪-র ১৭ জানুয়ারি দিল্লির একটি অভিজাত হোটেল থেকে কংগ্রেস সাংসদ শশী থারুরের স্ত্রী সুনন্দা পুস্করের দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তে সুনন্দার পাকস্থলীতে বিষ মেলে। এরপরই অভিযোগের তির ওঠে কংগ্রেস সাংসদ শশী থারুরের বিরুদ্ধে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ভিসেরার নমুনা পাঠানো হয়। পাকস্থলী, প্লীহা, যকৃৎ ও মূত্রের নমুনা পরীক্ষা করে ন’মাস পরে রিপোর্ট আসে । সেই রিপোর্টে জানা যায়, নমুনা হিসাবে পাঠানো প্রত্যেকটি দেহাংশেই বিষের উপস্থিতি মিলেছে। সুতরাং বিষক্রিয়ার কারণেই অস্বাভাবিক মৃত্যু হয়েছিল সুনন্দা পুস্করের ।

 

এরপর দিল্লি পুলিশের অভিযোগের ভিত্তিতে আদালতের তরফে একটি বিশেষ তদন্তকারী দল গঠন ও তদন্তের নির্দেশ দেওয়া হয়। তিন হাজার পাতার চার্জশিটে সেই তদন্তকারী দলের তরফে জানানো হয়, স্বামী হিসাবে শশী থারুর অবহেলা করতেন সুনন্দা পুস্করকে। সেই অবহেলা সহ্য না করতে পেরে অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি। নিয়মিত অ্যালপ্রাক্স নামক একটি ওষুধও খেতেন।

Related articles

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...

আন্টি ও মনে হয় আর নেই: আকুল হয়ে রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী

যে ফোনটি পেয়ে উদভ্রান্তের মতো ছুটে গিয়েছিলেন সৃঞ্জয় দাশগুপ্তর মা রিঙ্কু মজুমদার, সেটি করেছিলেন তাঁর বান্ধবী। ফোনে তিনি...

রাজ্যের পরিবহনে নতুন দিশা! à§§ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড...
Exit mobile version