Friday, November 7, 2025

পাঞ্জশিরে তালিবান বাহিনীকে আটকালো নর্দার্ন অ্যালায়েন্স, বন্দি গভর্নর সালিমা মাজারি

Date:

পাঞ্জশিরে তালিবান বাহিনীকে আটকে দিল নর্দার্ন অ্যালায়েন্স। উত্তর-পূর্ব আফগানিস্তানে তালিবান-নর্দার্ন অ্যালায়েন্সের সংঘর্ষ তুঙ্গে। পাঞ্জশির তালিবান বিরোধী উপ-রাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহর এলাকা। কার্যনির্বাহী প্রেসিডেন্ট ঘোষণার পর লড়াইয়ের হুঙ্কার সালেহর। তালিবান বিরোধীদের সঙ্গে দফায় দফায় বৈঠক আমরুল্লাহ সালেহর।

আরও পড়ুন-সিবিআই “খাঁচাবন্দি তোতা”: মন্তব্য মাদ্রাজ হাইকোর্টের! ভালো ব্যাখ্যা দিতে পারবেন শুভেন্দু, কটাক্ষ কুণালের

পাশাপাশি কাবুলের গুরুদ্বারে আটকে আড়াইশোরও বেশি শিখ পরিবার। প্রাণ বাঁচাতে জালালাবাদ থেকে কাবুলের পরওয়ান গুরুদ্বারে আশ্রয়। ৩ দিন ধরে গুরুদ্বারেই রয়েছেন তাঁরা। তালিবানি তাণ্ডব থেকে বাঁচতে রাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন আশরাফ ঘানি। ছেড়েছেন দেশও। দেশে ছেড়েছেন উচ্চপদস্থ আরও বহু কর্তা, রাজনীতিকরা কাবুল ছেড়ে অন্য দেশে গিয়ে গা ঢাকা দিয়েছেন। তবে এরমধ্যে তালিবানের বিরুদ্ধে রুখে গর্জে উঠেছিলেন আফগানিস্তানের বল্খ প্রদেশের গভর্নর সালিমা মাজিরা। সূত্রের খবর, সেই সালিমাকে আটক করল তালিবান জঙ্গিরা।

এদিকে আফগানিস্তানের সরকারি বিভাগের আধিকারিকদের কাজে যোগ দিতে নির্দেশ দিয়েছিল মঙ্গলবার। একটি বিবৃতি জারি করে তালিবানের তরফ থেকে বলা হয়, সরকারি কর্মচারীদের ক্ষমা করা হয়েছে এবং তাঁরা নিজেদের কাজে ফিরতে পারবেন। প্রসঙ্গত, রবিবার আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের আগে থেকেই সব সরকারি বিভাগ বন্ধ করে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন-প্রাণ হাতে কাবুল থেকে ফেরা: তালিবানদের কী বুঝিয়েছিলেন? জানালেন সাংবাদিক নয়নিমা

পাশাপাশি, আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে দেখা করলেন তালিবান কম্যান্ডার প্রধান আনাস হাক্কানি। বুধবার দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ বৈঠক হয়। তালিবান কাবুলের দখল নেওয়ার পরে সেখানে সরকার গঠন করতে চাইছে। সেই বিষয় নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর।
তালিবানের তরফে জানানো হয়েছে, কারজাইয়ের সঙ্গে এই বৈঠকে ছিলেন আশরফ গনি সরকারের শান্তি দূত আবদুল্লাহ্‌ আবদুল্লাহ্‌। আর কেউ বৈঠকে ছিলেন কি না তা জানানো হয়নি। আলোচনার মাধ্যমে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না সেই বিষয়েও কিছু জানায়নি তালিবান। তালিবানের যুদ্ধের দিকটি দেখে এই হাক্কানি নেটওয়ার্ক। আফগানিস্তানে তালিবানি শাসন প্রতিষ্ঠার পিছনেও মূল শক্তি তারা। এই পরিস্থিতিতে তাদের প্রধানের সঙ্গে কারজাইয়ের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল।

 

Related articles

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...
Exit mobile version